
Published on: ডিসে ৩১, ২০১৭ @ ১৫:০৮
এসপিটি নিউজ ডেস্কঃ দক্ষিণ কাশ্মীরের পুলওয়ামা এলাকায় আধা-সামরিক বাহিনীর সিআরপিএফ ক্যাম্পে আত্মঘাতী হামলা চালায় এক দল জঙ্গী। এই ঘটনায় চার জওয়ান নিহত ও দুইজন আহত হয়েছেন।জম্মু ও কাশ্মীরের জনপ্রিয় সংবাদপত্র গ্রেটার কাশ্মীরকে আইজি সিআরপিএফ রবি দীপ শাহি জানান, রাত দু’টো নাগাদ অবন্তিপোরার লেতপোরাতে ১৮৫ নম্বর সিআরপিএফ ট্রেনিং সেন্টারে হামলাটি হয়েছে।হিন্দুস্তান টাইমস-এর খবর অনুযায়ী এই হামলার ঘটনায় পাকিস্তান ভিত্তিক জৈশ-ই-মহম্মদ জঙ্গি গোষ্ঠী জড়িত।
ওই পুলিশ অফিসার জানান, “সশস্ত্র জঙ্গিরা ক্যাম্পে ঢুকে পড়ে, ইউবিজিএল গ্রেনেড ছুড়েছে এবং রাত ২টো ০৫মিনিট থেকে গুলি ছুঁড়তে শুরু করে। গুলিতে নিহত হয় তিনজন। বাকি বেশ কয়েকজন সিআরপিএফ জওয়ান আহত হয়েছেন। পরে একজনের মৃত্যু হয়।তিনি আরও বলেন, আহতদের চিকিৎসার জন্য শ্রীনগরে ৯২ আর্মি বেস হাসপাতালে স্থানান্তর করা হয়েছে, যেখানে তাদের অবস্থা আশঙ্কাজনক বলে মনে করা হচ্ছে। হামলার পর শীঘ্রই এলাকাটি বন্ধ করে দেওয়া হয় এবং তল্লাশি অভিযান শুরু হয়। অতিরিক্ত সুদৃঢ় এলাকা এলাকা দখল করা হয়।
হামলার পর কর্তৃপক্ষ পুলওয়ামা জেলায় ইন্টারনেট সেবা বন্ধ করে দিয়েছে।
জৈশ, লস্কর-ই-তৈয়বা, অন্য পাকিস্তানী-ভিত্তিক গোষ্ঠী এবং হিজবুল মুজাহিদিনের বিরুদ্ধে মারাত্মকভাবে ভিযান চালানো হচ্ছিল। কাশ্মীরের নিরাপত্তা বাহিনীর হাতে কাশ্মীরের প্রায় ২০০ জঙ্গি নিহত হয়েছে।নূর মোহাম্মদ তান্ত্রে, একটি শীর্ষ জৈশ কমান্ডার যিনি নিরাপত্তা বাহিনীর উপর কয়েকটি হামলা চালায় এবং উপত্যকায় পাকিস্তান ভিত্তিক সংগঠনকে পুনরুজ্জীবিত করার চেষ্টা করছিলেন, গত ২৬ ডিসেম্বর পুলওয়ামাতে রাতারাতি একটি লড়াইয়ে নিহত হন।ছবিঃহিন্দুস্তান টাইমস
Published on: ডিসে ৩১, ২০১৭ @ ১৫:০৮