‘ তেরা কেয়া হোগা কালিয়া ‘ – ঘাটালে গর্জে উঠলেন কৈলাস

Main রাজ্য
শেয়ার করুন

সংবাদদাতা-বাপ্পা মণ্ডল                                                      ছবি-বাপন ঘোষ

Published on: অক্টো ৫, ২০১৮ @ ২৩:০১

এসপিটি নিউজ, ঘাটাল, ৫ অক্টোবর:  ক্রমেই বেড়ে চলেছে রাজনৈতিক উত্তাপ। ২০১৯ সালের লোকসভার ভোটকে ঘিরে তৃণমূল-বিজেপি দ্বৈরথ ক্রমেই উত্তপ্ত হয়ে উঠছে। শুক্রবার তারই একটা ঝলক দেখা গেল ঘাটালে। মুকুল রায় আর কৈলাস বিজয়বর্গীর সভায় উঠে এল তৃণমূলের বিরুদ্ধে ক্ষোভ আর ঘৃণা। মুকুল রায় যেমন বিজেপি কর্মীদের এই বলে আশ্বস্ত করলেন-“আপনারা বুথটা সামলে দিন, বাকিটা আমি দেখে নেব।” ঠিক তেমন কৈলাস বিজয়বর্গী বলে উঠলেন-“তেরা কেয়া হোগা কালিয়া?”

বিজেপির এদিনের সভায় ঘাটালের বর্ষীয়ান কংগ্রেস নেতা ও প্রাক্তন ঘাটাল পুরসভার চেয়ারম্যান এবং প্রাক্তন এআইসিসি সদস্য জগন্নাথ গোস্বামী শখানেক কর্মী নিয়ে যোগদান করলেন বিজেপিতে।তাঁর হাতে দলের পতাকা তুলে দিয়ে মুকুল রায় বলেন, সিপিএমকে উৎখাত করার সময় ২০১১ সালে তৃণমূলের সৈনিক ছিলাম আবার তৃণমূলের সন্ত্রাস-অপশাসনকে পরিবর্তন করতে এখন হয়েছি বিজেপির সৈনিক।

২০১১ সালে যে সময় তৃণমূলের ছিল এখন ২০১৮ সময়টা বিজেপির দিকে চলে এসেছে। তাই আপনারা ২০১৯ ঘাটাল লোকসভাকে পাখির চোখ করুন। আপনারা বুথটা সামলে দিন বাকিটা আমরা সামলে দিয়ে ঘাটাল লোকসভা উপহার দেবো আপনাদের। দেব বা রাজকুমার যেই দাঁড়াক সে বিজেপি হাওয়ায় উড়ে যাবে। পঞ্চায়েতে যে মাতব্বররা আমাদের প্রার্থীদের নমিনেশন করতে দেয়নি ভোট দিতে দেয়নি মারধর করেছে সিআরপি নামলেই দেখবেন তারা আস্তে আস্তে সুড়সুড় করে পালিয়ে যাবে।বলেন মুকুল রায়।

পশ্চিম বঙ্গের বিজেপির কেন্দ্রীয় পর্য়বেক্ষক কৈলাশ বিজয় বর্গী বলতে উঠে রাজ্যের শাসক দলের বিরুদ্ধে তোপ দেগে বলেন, পশ্চিমবঙ্গে সিন্ডিকেট রাজ লুঠের রাজ চলছে। বোমা বিস্ফোরন কা সরকার চলছে, এ কে ৪৭ চালানো সরকার চলছে। অরাজকতা নকল নোট চালানো্র সরকার চলছে। বিরোধী করলে তাঁর বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হছে।

মোদি সরকার গরিবদের পাকা বাড়ি দিচ্ছে মমতা সরকার গরিবদের ঘরে আগুন লাগিয়ে দিচ্ছে। মোদি সরকার গরিবি হটাও দূর করছেন আর মমতা সরকার গরিবকে আরও গরিব করছেন। পুলিশের অফিসাররা টিএমসির হয়ে কাজ করছে দালালি করছে পুলিশ অফিসটা পার্টি অফিস বানিয়ে দিয়েছে। একথা বলে কৈলাশ বিজয় বর্গী সেই সমস্ত অফিসারদের চাকরি ছেড়ে পার্টি করার নির্দেশ দেন।

আগামী লোকসভায় বাংলা থেকে ২৬টি আসন পাওয়ার কথা ঘোষণা করেন কৈলাস বিজয়বর্গী। এরপর বিধানসভায় বাংলায় কি হবে বলতে গিয়ে কটাক্ষের সুরে বলে ওঠেন- “তেরা কেয়া হোগা কালিয়া?”

Published on: অক্টো ৫, ২০১৮ @ ২৩:০১

 


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

22 − 19 =