তৃণমূল প্রার্থীকে বিপুল ভোটে জিতিয়ে আপনারা আমার কথা রেখেছেন, এবার বলছি বিজেপিকে সমূলে উতখাত করুন-সবংয়ে বললেন শুভেন্দু অধিকারী

Main রাজ্য
শেয়ার করুন

সবং-এর মতো উলুবেড়িয়া লোকসভা কেন্দ্র ও নোয়াপাড়া বিধানসভা কেন্দ্রের উপ-নির্বাচনেও তৃণমূল প্রার্থীরা বিপুল ভোটে জয়লাভ করবে।

ডাস্টবিনে ফেলে দেওয়া ভাড়াটেদের নিয়ে এসে বিজেপি সবং জয় করার স্বপ্ন দেখেছিল।তাই বিজেপিকে সবংবাসী আস্তাঁকুড়ে ছুঁড়ে ফেলে দিয়েছে।

১ জানুয়ারি দলের প্রতিষ্ঠা দিবসে প্রতিটি বুথে দলের পতাকা উত্তোলন করে বাংলা থেকে বিজেপি-কে সমূলে উৎখাত করার জন্য সকলকে শপথ নিতে হবে।

সংবাদদাতা-বাপ্পা মণ্ডল                ছবি-রামপ্রসাদ সাউ

Published on: ডিসে ৩১, ২০১৭ @ ২০:৪৩

এসপিটি নিউজ, সবং, ৩১ ডিসেম্বরঃ তাঁকে বলা হয় মেদিনীপুরের ঘরের ছেলে। তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যাইয়ের অত্যন্ত স্নেহভাজন ও অনুগত। মা-মাটি-মানুষের নেত্রীর বিশ্বাসভাজনও বটে।তিনি রাজ্যের পরিবহনমন্ত্রী শুভেন্দু অধিকারী।তৃণমূল কর্মী-সমর্থকদের মধ্যে একটা কথা প্রায়ই বলতে শোনা যায় শুভেন্দুদা তাদের প্রিয় নেত্রীর যোগ্য শিষ্য। তাই তো সবং উপ-নির্বাচনের প্রচারে এসে প্রথম দিন থেকে তিনি যেভাবে কর্মী-সমর্থকদের উজ্জীবিত করে গেছেন তার ফল সবাই দেখেছেন। তিনি বলে গেছিলেন-সবং-এ তৃণমূল কংগ্রেস প্রার্থী গীতারানী ভুঁইয়া গতবারের প্রার্থী মানস ভুঁইয়ের চেয়ে অনেক বেশি ভোটে জিতবেন। ২,৩,৪ নম্বর স্থান নিয়ে লড়াই করবে বিজেপি, সিপিএম, কংগ্রেস। তাই হয়েছে। সবং-এর মানুষকে আহ্বান জানিয়ে বলেছিলেন, বিজেপিকে বুঝিয়ে দিতে হবে, এ রাজ্যের মানুষ তাদের চায় না। এদিন মঞ্চে উঠে তাই প্রথমেই সবংবাসীকে প্রণাম জানিয়ে বলেন-আপনারা আমার কথা রেখেছেন তৃণমূল প্রার্থীকে বিপুল ভোটে জিতিয়ে এনে। এবার বলছি, এখানেই থেমে থাকলে চলবে না, আপনারা এবার ঐ অশান্তি সৃষ্টিকারি বিজেপিকে এ রাজ্য থেকে উৎখাত করুন।

রবিবার বিকেলে সবং হাইস্কুল মাঠে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বিজয় সমাবেশের আয়োজন করা হয়। বিজয় সমাবেশে মুখ্য অতিথি ছিলেন রাজ্যের পরিবহনমন্ত্রী শুভেন্দু অধিকারী। ছিলেন মন্ত্রী সৌমেন মহাপাত্র,সাংসদ মানস ভুঁইয়া, জেলা সভাপতি, অজিত মাইতি, জেলা যুব সভাপতি রমাপ্রসাদ গিরি, প্রদ্যোৎ ঘোষ, দীনেন রায়, বিজয়ী প্রার্থী গীতারানী ভুঁইয়া সহ অনেকে।বিজয় সমাবেশের প্রধান বক্তা রাজ্যের পরিবহনমন্ত্রী শুভেন্দু অধিকারী মঞ্চে উঠে পা থেকে জুতো খুলে রেখে উপস্থিত জনতার সামনে মাথা ঝুঁকে সবংবাসীকে প্রণাম করেন। তারপর তিনি বলেন, আপনারা আমার কথা রেখেছেন। তৃণমূল কংগ্রেসের প্রার্থী গীতারানী ভুঁইয়াকে বিপুল ভোটে জয়ী করেছেন। এজন্য আমি আপনাদের সবাইকে শ্রদ্ধা, ভালবাসা ও শুভেচ্ছে জানাই।

একই সঙ্গে তিনি বলেন, উপ-নির্বাচনে যারা গদ্দারি করেছে তাদের চিহ্নিত করতে হবে। তিনি মনে করিয়ে দেন, উপ-নির্বাচনে সিপিএম, কংগ্রেস ও বিজেপি একযোগে তৃণমূলের বিরুদ্ধে অপপ্রচার করেছিল, কিন্তু সবং-এর মানুষ তাদের কথায় কান না দিয়ে উন্নয়নের পক্ষেই গীতারানী ভুঁইয়াকে ভোট দিয়ে তাদের যোগ্য জবাব দিয়েছেন।

সবং-এর মতো উলুবেড়িয়া লোকসভা কেন্দ্র ও নোয়াপাড়া বিধানসভা কেন্দ্রের উপ-নির্বাচনেও তৃণমূল প্রার্থীরা বিপুল ভোটে জয়লাভ করবে বলে দাবি করেন শুভেন্দু অধিকারী। তিনি বলেন, ডাস্টবিনে ফেলে দেওয়া ভাড়াটেদের নিয়ে এসে বিজেপি সবং জয় করার স্বপ্ন দেখেছিল। সবং-এর মানুষ পচা-বাসি জিনিষ পছন্দ করেনি, তাই বিজেপিকে আস্তাঁকুড়ে ছুঁড়ে ফেলে দিয়েছে।

আগামীকাল ১ জানুয়ারি দলের প্রতিষ্ঠা দিবস। প্রতিটি বুথে দলের পতাকা উত্তোলন করে বাংলা থেকে বিজেপি-কে সমূলে উৎখাত করার জন্য সকলকে শপথ নিতে হবে।এ কথা জানিয়ে শুভেন্দু অধিকারী বলেন, আসন্ন ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে বিজেপি যাতে কোথাও একটি আসনেও জয়লাভ করতে না পারে তার জন্য দলীয় কর্মীদের এখন থেকেই গ্রামে গ্রামে গিয়ে মানুষকে সঙ্গে নিয়ে মানুষের স্বার্থে কাজ করতে হবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নকে আরও বেশি করে মানুষের কাছে পৌঁছে দিতে হবে, বলেন পরিবহনমন্ত্রী শুভেন্দু অধিকারী।

Published on: ডিসে ৩১, ২০১৭ @ ২০:৪৩


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

22 + = 23