সংবাদদাতা-বাপ্পা মণ্ডল ছবি-রামপ্রসাদ সাউ
Published on: মার্চ ১১, ২০১৮ @ ২৩:০৩
এসপিটি নিউজ, মেদিনীপুর, ১১ মার্চঃ রাজ্যের অন্য বিরোধী দলগুলি এখনও পর্যন্ত পঞ্চায়েত নির্বাচনের প্রস্তুতি সেভাবে শুরুই করে উঠতে পারেনি। কিন্তু শাসক দল তৃণমূল কংগ্রেস কোমর বেঁধে নেমে পড়েছে ময়দানে। প্রতি জায়াগায়, তাদের একমাত্র স্লোগান-পঞ্চায়েতের সবকটি আসনেই যেন বিরোধীরা হারে। সেটা এখন থেকেই নিশ্চিত করতে হবে। কর্মীরা যে সেই রাস্তায় অনেকটাই সফল তা কিন্তু প্রমাণ হয়ে গেল মেদিনীপুর পুলিশ লাইনের সমবায় ব্যাঙ্কের নির্বাচনে। যেখানে তৃণমূল কংগ্রেস প্রার্থীরা বামপন্থী প্রার্থীদের রীতিমতো হোয়াইটওয়াশ করে ৯-০ ফলাফলে পরিচালন বোর্ড জিতে নেন।
এই জয় প্রমাণ করে দিল তৃণমূল কংগ্রেসের কর্মীরা ঠিক পথেই এগোচ্ছেন। তেমনটাই শোনা গেল এদিন বিজয় উল্লাসের মধ্যে কর্মীদের কথাবার্তায়। দীর্ঘদিন ধরে এই ব্যাঙ্কের পরিচালনার দায়িত্বে ছিলেন বামপন্থীরা।এই প্রথম বামপন্থীদের হারিয়ে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় এল। তৃণমূল কংগ্রেসের ৯ প্রার্থী হারিয়ে দেয় বামেদের ৯ প্রার্থীকে।
ভোটগ্রহণ ও গণনার দায়িত্বে ছিলেন সমবায় দফতরের আধিকারিকরা। আর ভোটার ও প্রার্থী সকলেই ছিলেন পুলিশ কর্মী। এই জয়ের পর যেভাবে বিজয়ী প্রার্থীরা সবুজ আবির উড়িয়ে একে অন্যের মাথায় মাখিয়ে দিয়ে তৃণমূল সুপ্রিমো ত্রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে স্লোগান দিচ্ছিলেন তা দেখে মনে হচ্ছিল এ যেন সত্যি এক রাজনৈতিক লড়াই।
তবে, এই লড়াই সমবায় ব্যাঙ্কের পরিচালন বোর্ডের নির্বাচন হলেও একে ছোট করে দেখার কোনও কারণ নেই। এখন তো উত্তরপ্রদেশ, রাজস্থান, মধ্যপ্রদেশ যেখানে শাসক দল হিসেবে রয়েছে বিজেপি সেখানে বেশ কয়েকটি নির্বাচনে দেখা গেছে শাসক দলের পরাজয়। তাই রাজনৈতিক মহলের কাছে তৃণমূল কংগ্রেসের কাছে এই জয় কর্মীদের মনোবল যোগাবে ঐ এলাকায় পঞ্চায়েত ভোটে।
Published on: মার্চ ১১, ২০১৮ @ ২৩:০৩