সংবাদদাতা-বাপ্পা মণ্ডল ছবি-বাপন ঘোষ
Published on: আগ ২৩, ২০১৮ @ ২১:১১
এসপিটি নিউজ, ঝাড়গ্রামে, ২৪ আগস্টঃ পঞ্চায়েত বোর্ড গঠনের আগে দলের কর্মী-সদস্যদের জনসংযোগ রক্ষা করার কথা ভালোভাবেই জানিয়ে দেওয়া হল ঝাড়গ্রামে তৃণমূল কংগ্রেসের বৈঠকে।আজ বৃহস্পতিবার ঝাড়গ্রামে ৭৯টি গ্রাম পঞ্চায়েতে বোর্ড গঠনের কাজ শুরু হয়। তার আগে দলের মহাসচিব রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় নবগঠিত পঞ্চায়েতের দায়িত্ব নিতে যাওয়া সদস্যদের রীতিমতো পাখি-পড়ানোর মতো করে জানিয়ে দেন-
- মনে রাখবেন, তৃণমূলের একটাই রঙ, একজনই নেত্রী।
- আপনাদের এলাকার মানুষের সঙ্গে যোগাযোগ রাখতে হবে।
- সরকারি প্রকল্পের কাজ ভালোভাবে করতে হবে।
- মানুষের অভাব-অভিযোগের কথা মন দিয়ে শুনতে হবে।
- অভাব-অভিযোগগুলি ব্লক, জেলা ও রাজ্য নেতৃত্বকে জানাতে হবে।
- আমাদের সবাইকে মনে রাখতে হবে, মানুষের প্রয়োজনে কাজ করতে হবে, নিজের প্রয়োজনে নয়।
ঝাড়গ্রাম জেলার ৮টি ব্লকের ৭৯টি গ্রাম পঞ্চায়েতে বোর্ড গঠনের কাজ শুরু হয় এদিন। পার্থ চট্টোপাধ্যায় দাবি করেন, ঝাড়গ্রাম জেলায় ৯০ শতাংশ পঞ্চায়েতে বোর্ড গঠন করবে তৃণমূল কংগ্রেস। এই জেলায় গ্রাম পঞ্চায়েতে ৭৮০টি আসনের মধ্যে ৩৭৯টি আসনেই জিতেছেন তৃণমূলের প্রার্থীরা। এরই মধ্যে বিজেপি ও নির্দল বেশ কিছু প্রার্থী তৃণমূলে যোগ দেওয়ায় আরও বেশ কয়েকটি পঞ্চায়েত হাতে এসেছে।
বুধবার ঝাড়গ্রাম জেলায় বসে জয়ী তৃণমূল পঞ্চায়েত সদস্য ও দলের নেতাদের নিয়ে বৈঠক করেন দলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়।এরপর তিনি ঝাড়গ্রাম জেলার আটটি গ্রাম পঞ্চায়েতের জয়ী সদস্যদের নিয়ে পৃথক বৈঠক করেন। নতুন বোর্ড গঠন হতে যাওয়া পঞ্চায়েতগুলিতে নতুন প্রধান ও উপপ্রধানদের নাম পড়ে শোনান পার্থবাবু। একই সঙ্গে দলের পঞ্চায়েত সদস্যদের কাছে জানতে চান, দল যাদের নাম প্রধান বা উপপ্রধান হিসেবে বিবেচিত করেছেন তাদের বিরুদ্ধে কোনও অভিযোগ আছে কিনা? সব শোনার পর ঐক্যের ভিত্তিতে নামগুলি স্থির হয় পাকাপাকিভাবে।
Published on: আগ ২৩, ২০১৮ @ ২১:১১