তালাক দিতে না চাওয়ায় বধূকে জ্বলন্ত বিড়ির ছ্যাঁকা দিয়ে স্বামীর শাঁসানি-জানাজানি হলে জ্যান্ত পুড়িয়ে মারব

দেশ রাজ্য
শেয়ার করুন

সংবাদদাতা- সত্যজিৎ বন্দ্যোপাধ্যায়

Published on: জানু ৯, ২০১৮ @ ২০:৪৪

এসপিটি নিউজ, বারুইপুর, ৯ জানুয়ারিঃ তিন তালাক বিল পাশ হয়ে গেলেও বিবাহিত মুসলিম মহিলাদের নিরাপত্তা নিয়ে কিন্তু প্রশ্ন চিহ্ন তুলে দিয়ে গেল বারুইপুরের ঘটনা।তালাক দিতে অস্বীকার করায় স্ত্রীর বাপের বাড়িতে গিয়ে তার উপর অমানুষিক অত্যাচার চালাল স্বামী। জ্বলন্ত বিড়ির ছ্যাঁকা দিয়ে থেমে থাকেনি স্বামী।পরে স্ত্রীকে শাঁসিয়েছে-একথা কাউকে জানালে তোদের এই বাড়িতে জ্যান্ত পুড়িয়ে মারব।আতঙ্কিত ঐ বধূ নূরনেহার বিবি এখন সঠিক বিচারের আশায় পুলিশের দ্বারস্থ হয়েছেন।

সোমবার নূরনেহার বিবি বারুইপুর থানায় গিয়ে নিরাপত্তা চেয়ে স্বামী সাবির সরদার ও শাশুড়ি সালেহার বিবির বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে্ন। নূরনেহার বিবির অভিযোগ, ২০১৩ সালে মুসলিম শরিয়ত মতে কাজি দ্বারা রেজিস্ট্রি করে সাবিরের সঙ্গে তাঁর বিয়ে হয়। বিয়ের পর থেকে তাঁর উপর তাঁর স্বামী মানসিক ও শারীরিক অত্যাচার করত। শাশুড়ির উস্কানিতে বাড়ি থেকে টাকা আনার জন্য চাপ সৃস্টি করত। আনুমানিক ৫-৬ মাস আগে তাকে শ্বশুর বাড়ি থেকে দুটি বাচ্চা সহ এক বস্ত্রে তাড়িয়ে দেয় বলেও অভিযোগ করেন নূরনেহার বিবি। তা নিয়ে বারুইপুর থানায় একটি বধূ নির্যাতনের মামলাও দায়ের করেন তিনি। এই মামলা করার পর আজ সোমবার সকালে সাবির তাদের বাড়িতে আসে। ঘরে ঢুকে মারধর করে। বলে, “আমাকে তালাক দে”। নূরনেহার বিবি বলেন, “আমি রাজী না হওয়ায় আমার স্বামী তার জ্বলন্ত বিড়ির আগুন আমার ডান হাতে বারবার ছ্যাঁকা দিতে থাকে। আমি চিৎকার-চেঁচামেচি করলে আশপাশের লোকজন ছুটে আসে। তখন আমার স্বামী আমাকে বলে-একথা কাউকে জানালে তোদের এই বাড়িতে জ্যান্ত পুড়িয়ে মারব।” এর পর সে পালিয়ে যায়।

এই ঘটনার পর আতঙ্কে রয়েছে্ন নূরনেহার বিবি। তাঁর প্রশ্ন- এভাবে আর কত অত্যাচার সইতে হবে বলতে পারেন?

Published on: জানু ৯, ২০১৮ @ ২০:৪৪


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

9 + 1 =