ডায়মন্ডহারবারের পথে নাড্ডার কনভয়ে ভয়াবহ হামলা, আক্রান্ত সংবাদ মাধ্যমও

Main দেশ রাজ্য
শেয়ার করুন

Published on: ডিসে ১০, ২০২০ @ ১৭:১৪

এসপিটি নিউজ, ডায়মন্ডহারবার, ১০ ডিসেম্বর:  আজ ডায়মন্ডহারবারে সভা করতে যাওয়ার পথে বিজেপির সর্বভারতীয় সভাপতি যে পি নাড্ডার কনভয়ে হামলা চালানো হয়। শিরাকোল মোড়ে পৌঁছতেই শুরু হয়ে যায় ইটবৃষ্টি।পাথর ছুঁড়ে ভাঙচুর করা হয় কনভয়ের একাধিক গাড়ি। আক্রান্ত হয় সংবাদ মাধ্যমও। হামলার মুখে আটকে পড়ে নাড্ডার গাড়িও। পুলিশ কোনওক্রমে তাঁর গাড়িকে ছাড়িয়ে দিলেও কনভয়ের অন্যান্য গাড়িকে লক্ষ্য করে ছোঁড়া হয় ইট-পাথর। বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ দলের সর্বভারতীয় সভাপতির নিরাপত্তায় গাফিলতির অভিযোগ জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি লিখেছেন।

হামলার শুরু যেখান থেকে

আজ সকালে ডায়মন্ডহারবারে সভা করতে গেছিলেন বিজেপি সর্বভারতীয় সভাপতি যে পি নাড্ডা। শিরাকোল মোড়ে পোঁছতেই তাঁর গাড়ি আটকে পড়ে তৃণমূল কংগ্রেসের বিক্ষোভের মুখে। পুলিশ তাঁর গাড়িকে ছাড়াতে পারলেও পিছনে থাকা তাঁর কনভয়ের উপর শুরু হয় হামলা।রীতিমতো ধুন্দুমার বেঁধে যায়। মুর্হূমুহূ ইটবৃষ্টি আর পাথর ছুঁড়তে থাকে। ইটের ঘায়ে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের গাড়ির এক নিরাপত্তা কর্মী আহত হন। সংবাদ মাধ্যমের গাড়ির কাঁচ ভাঙে। বেশ কয়েকজন বিজেপি নেতার গাড়ির কাচ ভাঙে।বিজেপির সাধারণ সম্পাদক কৈলাস বিজয়বর্গীয়র গাড়িও এই হামলার সময় ভাঙচুর করা হয় বলে অভিযোগ।

বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ

এই হামলার প্রসঙ্গে রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ বলেন, ডায়মন্ড হারবারকে ওরা (তৃণমূল) শেষ কেল্লা বলে মনে করছে। এমন ভাব করছে যেন, বিজেপি ঢুকলে সরকার পড়ে যাবে। তাই সর্বশক্তি দিয়ে দুষ্কৃতী ও সমাজবিরোধীদের একত্রিত করছে। পুলিশ দাঁড়িয়ে দাঁড়িয়ে সব দেখছে। এরাজ্যে এর চেয়ে বেশি কিছু আশা করা যায় না। বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি মুকুল রায়ের গাড়িও এদিন হামলার শিকার হয়েছে। তিনি বলেন- পশ্চিমবঙ্গে এখন জঙ্গলের রাজত্ব চলছে। সরকার এখানে নামেই চলছে। একদলীয় সরকার। যা ইচ্ছা তাই করছে।

বিজেপির মুখপাত্র সম্বিত পাত্র

বিজেপির মুখপাত্র সম্বিত পাত্র ট্যুইট করে কতগুলি ছবি পোস্ট করে লেখেন-“বাংলায় আমাদের গাড়ি আক্রান্ত! গাড়ির জানালার কাচগুলি ভাঙা হয়েছে।এই গাড়িটিতে শ্রীশিবপ্রকাশজি, শ্রী সঞ্জয়মায়ুখজি এবং নিজে ভ্রমণ করছিলাম।আমাদের গাড়ির একজন কার্যকর্তা রক্তাক্ত হয়েছেন। ঈশ্বর আমাদের জীবন বাঁচিয়েছেন!মমতা সরকার এই কি আপনার গণতন্ত্র?”

আর এক বিজেপি নেতা লিখেছেন-প্রথমে বিজেপি কর্মী, এখন সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা।টিএমসি সরকার বিজেপি প্রেসিডেন্টের কনভয় আক্রমণ করে পাশবিকতার চূড়ান্ত সীমা অতিক্রম করেছে।মমতা দিদি! বাংলার মানুষ এই পাথরশবাজির সমুচিত জবাব দেবে।

বিজেপি নেতা দেবেন্দ্র ফাড়নবিশ

বিজেপি নেতা দেবেন্দ্র ফাড়নবিশ লিখেছেন-“আমাদের সর্বভারতীয় সভাপতি যে পি নাড্ডার কনভয়ে হামলা এবং কৈলাশ বিজয়বর্গীয়র গাড়ি ভাঙচুর চালিয়েছে তৃণমূলের গুণ্ডাবাহিনী। আমরা এই ঘটনার তীব্র নিন্দা করছি। দোষীদের বিরুদ্ধে উপযুক্ত শাস্তি চাই। মমতা দিদি, এই কি আপনার এখানে গণতন্ত্র?

বিজেপির রাজ্যসভার সাংসদ স্বপন দাশগুপ্ত

বিজেপির রাজ্যসভার সাংসদ  স্বপন দাশগুপ্ত বলেন-“ডায়মন্ডহারবারে বিজেপি’র সভায় যাওয়ার পথে টিএমসি আক্রমণে আঘাত না পেয়ে আমি ভাগ্যবান। তবে  এটি পশ্চিমবঙ্গে টিএমসির মানসিকতার পক্ষে অনেক কিছু বলেছে। এখানে গাড়ি চালানো যায় না। গণতান্ত্রিক রাজনীতিতে হামলা সম্পূর্ণ হয়েছে। এই গাড়িটিতে মুকুল রায় ভ্রমণ করছিলেন।

রূপা গাঙ্গুলি

রূপা গাঙ্গুলি লিখেছেন-“এটি “IS” আসল রিপোর্ট কার্ড মমতা সরকারের।আপনার সত্যিকারের মুখ, আপনার রাজনৈতিক-সহনশীলতা প্রকাশ পেয়েছে।বিজেপি কার্যকর্তাদের উপর হামলা ও হত্যাকাণ্ড, ইট ছুঁড়লে অনিবার্যতা থামবে না।”

বছর ঘুরলেই এ রাজ্যে হাইভোল্টেজ বিধানসভা নির্বাচন।এরই মধ্যে দু’দিনের পশ্চিমবঙ্গ সফরে এসেছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি যে পি নাড্ডা। এদিন তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কেন্দ্রে সভা করতে যান।

Published on: ডিসে ১০, ২০২০ @ ১৭:১৪


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 + 4 =