
সংবাদদাতা-বাপ্পা মণ্ডল ছবি-রামপ্রসাদ সাউ
Published on: ফেব্রু ৫, ২০১৮ @ ১৬:৪৪
এসপিটি নিউজ, ঝাড়গ্রাম, ৫ ফেব্রুয়ারিঃ অনেক বদলে গেছে জঙ্গলমহল। সেখানকার এলাকা, রাস্তাঘাট সমস্ত কিছু। প্রকৃতি ঘেরা এই মনোরম জায়াগায় আবার মানুষ বেড়াতে আসতে শুরু করেছে। পর্যটকদের ঘোরার তালিকায় উত্তরবঙ্গের দার্জিলিং, ডুয়ার্সের পাশাপাশি এখন জঙ্গলমহলেও ভিড় বাড়তে শুরু করেছে। ঝাড়গ্রামের মিনি চিড়িয়াখানা তার ফলে চলতি মরশুমে এতটাই রাজস্ব আদায় করেছে যে তার ফলে কতৃপক্ষকে এখন নতুন করে ভাবতে হচ্ছে। নতুন নতুন আর কি কি ধরনের পশু-পাখি নিয়ে আসা যায়। সেই ভাবনা থেকেই তারা এবার টাটানগর চিড়িয়াখানা থেকে নিয়ে এসেছেন চারটি সম্বর হরিণ। চার নতুন অতিথিকে দেখতে পেয়ে খুব খুশি পর্যটকরা।
গতকাল রাতে ঝাড়খণ্ডের টাটানগর চিড়িয়াখানা থেকে থেকে দুটি পুরুষ ও দুটি মহিলা সম্বর হরিণ আনা হয়েছে ঝাড়গ্রামের মিনি চিড়িয়াখানায়।বিরল প্রজাতির এই হরিণদের চিড়িয়াখানায় চারিদিক দিয়ে ঘিরে রাখা হয়েছে।
এই মুহূর্তে ঝাড়গ্রামের মিনি চিড়িয়াখানায় তিন প্রকারের হরিণ আছে।চিতল হরিণ আছে ২০০টিরও বেশি,পার্কিং হরিণ আছে ৯টি, সম্বর হরিণ ৪টি।
পূর্বে এই জুতে কৃষ্ণসার হরিণও ছিল। ঝামেলার সময় বিলিন হয়ে যায়।মাস দুই আগে এই চিড়িয়াখানায় কোচবিহারের খয়রাবনি থেকে আনা হয় একটি চিতা বাঘ।এই মুহূর্তে জু তে রয়েছে শতাধিক প্রজাতির পশু ও পাখি।
বনদফতর ঝাড়গ্রামের মিনি চিড়িয়াখানাকে আরও আকর্ষণীয় করে তুলতে আগামীতে আরও কিছু বাঘ ও চিতাবাঘ আনার উদ্যোগ নিয়েছে।বিগত দিনের তুলনায় ঝাড়গ্রামের চিড়িয়াখানায় পর্যটকদের সংখ্যা বৃদ্ধির ফলে লভ্যাংশও অনেকখানি বৃদ্ধি পেয়েছে।
Published on: ফেব্রু ৫, ২০১৮ @ ১৬:৪৪