
এসপিটি নিউজ ডেস্কঃ অসমীয়া গানে নতুন এক বাঙালি গায়িকার আবির্ভাব হয়ে গেল। বলিউড খ্যাত জুবিন গর্গের জন্মদিনে তার উদ্দেশ্যে গাওয়া অসমিয়া গান উপহার দেন বাংলার এক প্রতিভাবান সুরেলা কণ্ঠী গায়িকা সংহতি দাস।গানটির প্রথম লাইন হল- ‘সাবে আছে এটি সেউজী মন এটি যুগ…অকলশবে।’ গানটির বাংলা মানে-‘জেগে আছে একটা সবুজ মন একা একটা যুগ ধরে।’ গানটি কথা ও সুর সত্যরঞ্জন এবং সংগীত পরিচালনায় পরাণ বরককাতি। ১৮ নভেম্বর গুয়াহাটিতে জুবিনের জন্মদিনে আনুষ্ঠানিকভাবে এই গান তাকে উপহার হিসেবে উৎসর্গ করেন সংহতি। এই গান দিয়েই অসমীয়া সংগীত জগতে বাংলার এই প্রতিভাময়ী গায়িকার পথ চলা শুরু হল। গুয়াহাটি জুবিনের হোম টাউন। অসমীয়া তার মাতৃভাষা। আর তাই সংহতি সেই অসমীয়া ভাষায় গাওয়া গানই উপহার দেন তার প্রিয় গায়ক জুবিনকে। এমন উপহার-এ মুগ্ধ জুবিন স্বয়ং। অসমীয়া ভাষায় সংহতির গান তার ভাল লেগেছে বলে জানান জুবিন।সংহতি মনে করেন-আগামিদিনে অসমীয়া ভাষায় আরও অনেক গান গাওয়ার সৌভাগ্য হবে। বিগত তিন বছর ধরে সাফল্যের সঙ্গে পারফর্ম করে চলেছে সংহতি। সিথির বাসিন্দা সংহতির বেশ কয়েকটি অ্যালবাম সংগীত প্রেমীদের মন জয় করে নিয়েছে। ইতিমধ্যে সংহতি বাংলাদেশেও পারফর্ম করে এসেছে। বাংলাদেশেও তাঁর সাফল্য স্বপ্নাতীত।