Published on: ডিসে ২৩, ২০২০ @ ১৮:০৪
এসপিটি নিউজ: করোনা কালে পশ্চিমবঙ্গে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক পরীক্ষা নির্ধারিত সময় থেকে পিছিয়েই দেওয়া হল। আগামী বছর জুন মাসেই হবে সেই পরীক্ষা। জানিয়ে দিলেন রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়।একই সঙ্গে তিনি জানিয়ে দিয়েছেন করোনা আবহে রাজ্যে আপাতত কোনও শিক্ষা প্রতিষ্ঠানই খুলবে না।
ছাত্র-ছাত্রীদের মনে এই প্রশ্ন বেশ কিছুদিন ধরেই উঠছিল যে রাজ্যে এবার মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক পরীক্ষা কবে নাগাদ হবে। অবশেষে তাদের মনে স্বস্তি ফিরল রাজ্যের জবাব পেয়ে। এদিন পরিষ্কার করেই জানিয়ে দিলেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় যে আগামী বছর জুন মাসেই হবে মাধ্যমক, উচ্চ মাধ্যমিক পরীক্ষা। এমনিতে ফেব্রুয়ারিতেই মাধ্যমিক ও মার্চে উচ্চ মাধ্যমিক পরীক্ষা হওয়ার কথা ছিল।
গত অক্টোবর মাসেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিয়েছিলেন যে এবার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের কোনও টেস্ট পরীক্ষা দিতে হবে না। টেস্ট পরীক্ষা ছাড়াই সকল পরীক্ষার্থী এবার সরাসরি ফাইনাল পরীক্ষায় বসতে পারবেন। ইতিমধ্যে পর্ষদ ও সংসদ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে সিলেবাস কমিয়ে দিয়েছে ছাত্র-ছাত্রীদের সুবিধার কথা ভেবে। সেই সিলেবাস মেনেই এবার পরীক্ষা নেওয়া হবে।
তবে করোনা আবহে নির্ধারিত সময়ে পরীক্ষা নেওয়া সম্ভব নয় বলে পর্ষদ ও সংসদ রাজ্য সরকারের কাছে আবেদন জানিয়েছিল। রাজ্য সেই আবেদনে সম্মতি জানিয়েছে।
Published on: ডিসে ২৩, ২০২০ @ ১৮:০৪