
Published on: নভে ২৩, ২০২০ @ ১০:১৬
এসপিটি নিউজ ডেস্ক: মরশুমের শুরু থেকেই এবার জম্মু ও কাশ্মীর, হিমাচল প্রদেশের পার্বত্য এলাকার উঁচ্চ অংশে তুষারপাত হয়েছে। এর ফলে এলাকা বরফে ঢেকে গেছে। যেভাবে সমানে তুষারপাত হয়ে চলেছে তাতে মনে করা হচ্ছে এবার ঠাণ্ডার প্রকোপ আরও বাড়বে। রবিবার রাত থেকেই নামতে শুরু করেছে পারদ। রাস্তায় যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে।
#WATCH Jammu and Kashmir: Higher reaches of Pirpanjal mountain range receive heavy snowfall; Mughal Road blocked due to snow. pic.twitter.com/e89NzgzOs1
— ANI (@ANI) November 23, 2020
জম্মু ও কাশ্মীরের পীরপঞ্জাল পার্বত্য অঞ্চলে ভারী তুষারপাত হয়েছে। যার ফলে গোটা এলাকা বরসে ঢেকে গেছে। যার ফলে মুঘল রোড বন্ধ হয়ে গেছে। লোকজন সকাল থেকেই বরফ পরিষ্কার করতে শুরু করেছে। কোথাও দেখা গেছে রাস্তায় বরফে ঢেকে গেছে। সেখানে গাড়ি আটকে থাকতেও লক্ষ্য করা গেছে।
হিমাচল প্রদেশে সোমবার সকালে উচ্চ উচ্চতা অঞ্চল এবং পাহাড়ে তুষারপাত শুরু হয়েছে। লাহুল-স্পিতি, কিন্নর, কুলু এবং কাংরার ধৌলধর পর্বতমালায় তুষারপাত অব্যাহত রয়েছে। সিসু, কোকসর, সোলংনালার দারচা এবং লাহুলে তুষারপাত হচ্ছে। রবিবার উচ্চ উচ্চতায় স্থানগুলিতে তুষারপাতের কারণে রাজ্যে শীতের তীব্রতা তীব্র হয়েছে। রোটাং পাস, পাঙ্গি, বারালাচা, শিংকুলা জোট, কুঞ্জাম জোট, ছোট ও বড় শিঘারী হিমবাহ, কেলংয়ের লেডি এবং নীল কাঁথার পাহাড়ে তুষারপাত অব্যাহত রয়েছে।
আবহাওয়া অধিদফতর ২৫ নভেম্বর চম্পা, কাংরা, কুলু, মান্ডি, সিমলা, কিন্নৌর এবং লাহুল-স্পিতি জেলায় ভারী তুষারপাত ও বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করেছে। আবহাওয়া অধিদফতরের পরিচালক ডঃ মনমোহন সিং হিন্দি দোইনিক জাগরনকে বলেছেন যে বুধবার গোটা এলাকায় তুষারপাত এবং নিম্ন ও মধ্য অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
Published on: নভে ২৩, ২০২০ @ ১০:১৬