Published on: আগ ৩, ২০১৮ @ ২১:০৪
এসপিটি নিউজ, শালবনী, ৩ আগস্টঃ মাওবাদী আজ আর নেই। শান্ত এখন জঙ্গলমহল ও তার পার্শ্ববর্তী জেলা মেদিনীপুরও। কিন্তু তারপরও মিলছে আগ্নেয়াস্ত্রের সামগ্রী। শুক্রবার যেমন শালবনী থানার ভীমপুরের কদমশোলের পাশে আনন্দনগর জঙ্গল থেকে উদ্ধার হল প্রচুর পরিমাণ কার্তুজ।পুলিশ এই ঘটনার তদন্ত শুরু করেছে।
গোপন সূত্রে খবর পেয়ে আনন্দনগর জঙ্গলে তল্লাশি চালায় পুলিশ। সেখানেই মেলে এই কার্তুজ। কার্তুজগুলির মধ্যে আছে ৫২ রাউন্ড ইনসাস কার্তুজ, পাঁচ রাউন্ড এসএলআর কার্তুজ, ২২ রাউন্ড ৯এমএম কার্তুজ, ৬৭রাউন্ড ৮এমএম কার্তুজ, ১৮ রাউন্ড ৭.৬৫ এমএম কার্তুজ, ২৩ রাউন্ড ইম্প্রোসিভ কার্তুজ, ৬টি ইনসাস ম্যাগাজিন।
জঙ্গলের ভিতর মাটির তলা থেকে একটি স্টিলের কৌটোর ভিতর থেকে উদ্ধার করা হয় এগুলি। এই ঘটনাকে ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়ায়।
Published on: আগ ৩, ২০১৮ @ ২১:০৪