সংবাদদাতা-বাপ্পা মণ্ডল ছবি-বাপন ঘোষ
Published on: অক্টো ৭, ২০১৮ @ ২২:৩০
এসপিটি নিউজ, মেদিনীপুর, ৭ অক্টোবরঃ জেলায় একাধিক বিতর্ক আর ক্যুইজ প্রতিযোগিতা হয়ে থাকে। তবু তার মধ্যে এই প্রতিযোগিতার গুরুত্ব অনেক বেশি। আর পাঁচটা সংগঠনের থেকে এদের আয়োজন অনেক জমজমাট। বিশেষ করে এখানে পুরস্কার অর্জন করার মধ্যেও ছাত্র-ছাত্রীদের মেধা অন্বেষন হয়েছে সুচারুভাবে। আর এমন সুন্দর আয়োজনের দায়িত্বে ছিল পশ্চিম মেদিনীপুর রেঞ্জ কো-অপারেটিভ ইউনিয়ন।
মেধা অন্বেষনের জন্য দুটি প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল। এক-বিতর্ক ও দুই-ক্যুইজ। বিতর্কের বিষয় ছিল-‘ আর্থ-সামাজিক উন্নয়নে গতি আনতে সমবায়ের বিকল্প নেই।’ আর ক্যুইজ প্রতিযোগিতার বিষয় ছিল- সমবায়-সংবিধান-সাধারন জ্ঞান। দুটি প্রতিযোগিতায় নবম, দশম, একাদশ ও দ্বাদশ শ্রেণির ছাত্র-ছাত্রীরা অংশ নিয়েছিলেন।
বিতর্ক প্রতিযোগিতায় প্রথম হয় মেদিনীপুর অলিগঞ্জ বালিকা বিদ্যালয়ের ছাত্রী দ্বীপশিখা ভুঁইয়া ও ছেলেদের মধ্যে প্রথম হয় মেদিনীপুর কলেজিয়েট স্কুলের সাগ্নিক খান। ক্যুইজ প্রতিযোগিতায় প্রথম হয় মেদিনীপুর কলেজিয়েট স্কুলের শুভদীপ গাঙ্গুলি আ দ্বিতীয় বৈতা হাইস্কুলের আশুতোষ ধল। প্রতিযোগিতায় মোট ১০০জন ছাত্র-ছাত্রী অংশ নেয়।
প্রতিযোগিতায় সফল প্রতিযোগীরা রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে বলে জানান ইউনিয়নের সম্পাদক মধুসূদন গাঁতাইত।
Published on: অক্টো ৭, ২০১৮ @ ২২:৩০