
Published on: মার্চ ২০, ২০১৮ @ ১৬:২২
এসপিটি ফিল্ম ডেস্কঃ বুলগেরিয়ায় চলছে ‘ব্রহ্মাস্ত্র’ ছবির শুটিং। সেখানেই শুটিং চলার সময় কাঁধে চোট পেলেন ছবির হিরোইন আলিয়া ভট্ট। যদিও চিকিৎসক জানিয়ে দিয়েছেন চোট গুরুতর নয়। তাঁকে এখন একটু সাবধানে থাকতে হবে।
বুলগেরিয়ায় অয়ন মুখার্জির ছবি ‘ব্রহ্মাস্ত্র’ ছবির শুটিং চলছে। সেজন্য ছবির প্রায় গোটা ইউনিট এখন সেখানে। দু’দিন আগে একটি অ্যাকশন সিনের শুটিং চলার সময় আচমকা আলিয়ার কাঁধে চোট লাগে। চিকিৎসক জানিয়েছেন, এর ফলে এখন আলিয়াকে কাঁধ আর হাতকে অত্যন্ত সাবধানে রাখতে হবে। বেশি নাড়াচাড়া করা যাবে না। তবে শুটিং-এ বেশি পরিশ্রম করা যাবে না। যদিও শুটিং-এ সে অংশ নেবে।
এই ছবিতে আলিয়ার বিপরীতে হিরোর ভূমিকায় দেখা যাবে রণবীর কাপুরকে। তবে গুরুত্বপূর্ণ ভূমিকায় থাকবেন আর এক অভিনেত্রী মৌনী রায়। এই ছবিটি অ্যাকশন নির্ভর। এখানে আলিয়াকে অ্যাকশন করতেও দেখা যাবে। সেই অ্যাকশনের শুটিং করার সময়ই দুর্ঘটনাটি ঘটে।
শুটিং-এ অংশ নিলেও চিকিৎসক আলিয়াকে শরীরের দিকে নজর দিতে বলেছেন। এক্ষেত্রে পুষ্টি ঠিক রাখতে নির্দেশ দেওয়া হয়েছে। আর আলিয়ার এই দিকটি নজর রাখছেন বিখ্যাত একজন ডায়াটিশিয়ান। তিনি হলেন এনজী কসাবী, যিনি আর্নল্ড সোয়ার্জনেগর, ব্রিটনি স্পিয়ার্স, লেডি গাগাদের পুষ্টির ব্যাপারটি দেখেন।
জানা গেছে, করণ জহরের প্রোডাকশনের এই ছবিটি এক ‘ট্রায়োলজি’। যা প্রতি দু’বছর অন্তর আসবে। এই ভাগে এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন অমিতাভ বচ্চন। যদিও বর্তমানে তিনি অসুস্থতার জন্য শুটিং-এ নেই।
Published on: মার্চ ২০, ২০১৮ @ ১৬:২২