চিল্কা হ্রদের কাছ থেকে উদ্ধার ১০টি মৃত পরিযায়ী পাখি, গ্রেফতার শিকারি

দেশ বন্যপ্রাণ
শেয়ার করুন

বেরহামপুর, (উড়িষ্যা), ডিসেম্বর 16 (পিটিআই)- বন্যপ্রাণী কর্তারা ওড়িশার চিল্কা হ্রদের কাছ থেকে ১০টি মৃত পরিযায়ী পাখি আটক এবং এক শিকারিকে গ্রেফতার করেছে। বন দফতর সূত্রে এখবর জানা গেছে।

গতকাল উজাদ গোপীনাথপুর থেকে ১০টি বেগুনি মুরিন্স শিকার করে পালানোর ঐ শিকারিকে গ্রেফতার করা হয় বলে জানান চিল্কা বন্যপ্রাণ বিভাগের বিভাগীয় বন আধিকারিক বিকাশ রঞ্জন দাশ। ডিএফও আরও জানান, “আমরা সন্দেহ করছি, ঐ শিকারি বিষ দিয়ে পরিযায়ী পাখি হত্যা করেছে। তবে এব্যাপারে বিস্তারিত জানতে তদন্ত শুরু করেছি। এই নিয়ে চলতি শীতের মরশুমে হ্রদের কাছাকাছি দ্বিতীয় শিকারের ঘটনা ঘটল।

গত মাসে একটি মৃত গ্যাডোয়ালসহ এক শিকারীকে গ্রেফতার করা হয় বলেও বনকর্তা জানান।শিকারিরা মাংসের জন্য পরিযায়ী পাখিদের শিকার করে। শীতকাল এইসব পাখিদের মাংসের খুব চাহিদা বালিগাঁও, ভুবনেশ্বর ও বেরহামপুরে, জানান এক আধিকারিক।

“আমরা পাখি শিকারীদের নজর রাখার জন্য 19 টি বিরোধী পশুপাখি ক্যাম্প স্থাপন করেছি,” জানান ডিএফও।তিনি বলেন, ১১০০ বর্গ কিলোমিটার আয়তনের এই হ্রদটির নিরাপত্তা জোরদার করা হয়েছে, এজন্য হ্রদের কাছে ১০ টি দেশি নৌকা এবং দুটি পাওয়ারবোট সারাক্ষণ রাখা হয়েছে।পাশাপাশি, বন বিভাগ শোধন প্রতিরোধে হ্রদের চারপাশে পুলিশ মোতায়েন রেখেছে, বলেও জানিয়েছেন বনকর্তা।


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

59 + = 61