
Published on: মার্চ ১৮, ২০১৯ @ ০০:৪৬
এসপিটি নিউজ ডেস্কঃ দীর্ঘ রোগভোগের পর রবিবার চির নিদ্রায় শায়িত হলেন গোয়ার মুখ্যমন্ত্রী মনোহর পারিকর। তাঁর মৃত্যুতে কেন্দ্রীয় সরকার রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে। গত কয়েক মাস ধরে তিনি ক্যানসার রোগে ভুগছিলেন। অনেক রকমভাবে তাঁকে সুস্থ করে তোলার চেশঠা হয়। কিন্তু সব চেষ্টাই ব্যর্থ হয়ে যায়। তাঁর মৃত্যুতে গোটা দেশ শোকাচ্ছন্ন। রাজনীতি, কেলা, সিনেমা, সংস্কৃতি জগতের সমস্ত মানুষই তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।
ক্যানসারেই আক্রান্ত ছিলেন গোয়ার মুখ্যমন্ত্রী। আমেরিকাতে হয়েছে চিকিৎসা।তিনি চারবার গোয়ার মুখ্যমন্ত্রী ছিলেন। একবার তিনি দেশের প্রতিরক্ষামন্ত্রীর দায়িত্ব সামলেছেন। তাঁর সময়েই প্রথম সার্জিক্যাল স্ট্রাইক হয়েছিল।
গোয়ার মুখ্যমন্ত্রী মনোহর পারিকরের শেষকৃত্য আজ সোমবার পানাজিরতে মিয়ামরে হবে। আজতক সূত্রে এখব জানা গেছে। চারবারের মুখ্যমন্ত্রী মনোহর পারিকরের মৃত্যকালে বয়স হয়েছিল মাত্র ৬৩ বছর। বিজেপির সভাপতি অমিত শাহ বলেন- মনোহর পাজিকরজি আমাদের মধ্যে আর নেই। এ শুধু বিজেপির নয় সমাজের কাছেও এ এক বড় ক্ষতি। প্রতিরক্ষা দফতরের আধুনিকীকরণ থেকে শুরু করে প্রধানমন্ত্রী মোদির নেতৃত্বে প্রথম সার্জিক্যাল স্ট্রাইক পর্যন্ত তিনি নিজের প্রশাসনিক গুণকে সঠিকভাবে ব্যবহার করে গেছেন।”
গোয়া রাজ্য সরকারের এক সিনিয়র আধিকারিক জানিয়েছে যে গোয়ার মুখ্যমন্ত্রীর মৃত্য রবিবার সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে হয়েছে। তাঁর পার্থিব শরীর সোমবার সকাল সাড়ে ন’টা থেকে সাড়ে দশটা পর্যন্ত বিজেপির কার্যালয়ে শায়িত রাখা হবে। এরপর পার্থিব শরীর কলা অ্যাকাডেমিতে নিয়ে যাওয়া হবে। তিনি আরও জানিয়েছে মানুষ বেলা ১১টা থেকে বিকেল চারটে পর্যন্ত কলা অ্যাকাডেমিতে তাঁকে শেষবারের মতো দেখা যাবে।
Published on: মার্চ ১৮, ২০১৯ @ ০০:৪৬