
সংবাদদাতা-বাপ্পা মণ্ডল ছবি-রামপ্রসাদ সাউ
Published on: জানু ২৮, ২০১৮ @ ০০:৪১
এসপিটি নিউজ, ঘাটাল, ২৭ জানুয়ারি: দলের এমন দুঃসময়েও যে জেলায় সিপিএমের এক জনসভায় এমন ভিড় হবে তা বোধ হয় রাজনৈতিক মহল ভাবতেই পারেনি। তাও আবার ঘাটালের মতো জায়গায়। শনিবার বিকেলে ঘাটালের প্রকাশ্য জনসভায় ভিড় উপচে পড়েছিল। এটা কিন্তু শাসক দলের কাছে ভেবে দেখার বিষয়। পঞ্চায়েত নির্বাচনের আগে এই ভিড় সিপিএমের কর্মীদের মনোবল যে বাড়াবে তা বলা যেতেই পারে।
এদিনের সভায় ঘাটালে বিজেপি-তৃণমূল কংগ্রেসকে একসুরে বিঁধলেন সিপিএমের পলিটব্যুরো সদস্য তথা রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র।তিনি বলেন, ‘দেশ বাঁচাতে বিজেপিকে সরাতে হবে। রাজ্য বাঁচাতে তৃণমূলকে সরাতে হবে। কেন্দ্র সরকারে বিজেপিকে হটানোর জন্য বিজেপি বিরোধী ভোটকে এক জায়গায় আনতে হবে। আমরা তারই চেষ্টা করছি।’
সেইসঙ্গে তিনি বলেন, তৃণমূল-বিজেপির বিরুদ্ধে সুর চড়ালেও সিপিএমের রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র এদিন অবশ্য কংগ্রেস সম্পর্কে তেমন উচ্চবাচ্য করেননি। এদিন থেকে ঘাটালে শুরু হল সিপিএমের পশ্চিম মেদিনীপুরে ২৩ তম জেলা সম্মেলন। তার আগে বিদ্যাসাগর হাইস্কুল মাঠে বিশাল জনসভায় সূর্যকান্ত মিশ্র ছাড়াও বক্তব্য রাখেন সিপিএমের কেন্দ্রীয় কমিটির সদস্য মদন ঘোষ, রাজ্য নেতা দীপক সরকার, জেলা সম্পাদক তরুণ রায়। সভায় এদিন দলীয় কর্মীদের উজ্জিবিত করতে সূর্যকান্ত মিশ্র বলেন, ‘মানুষই ইতিহাস তৈরি করে, তাই মানুষের কাছ থেকেই আমাদের শিক্ষা নিতে হবে।
Published on: জানু ২৮, ২০১৮ @ ০০:৪১