ঘাটাল মাস্টার প্ল্যানে অর্থ বরাদ্দের দাবিতে এবার হবে বিক্ষোভ

রাজ্য
শেয়ার করুন

সংবাদদাতা-বাপ্পা মণ্ডল                                                                  ছবি-বাপন ঘোষ

Published on: আগ ২৬, ২০১৮ @ ২৩:৫৬

এসপিটি নিউজ, ঘাটাল, ২৬ আগস্টঃ প্রতি বছর বর্ষায় প্লাবিত হয় ঘাটাল ব্লক। বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়। তার থেকে মুক্তি পেতে তৈরি হয়েছিল ঘাটাল মাস্টার প্ল্যান। কিন্তু আজও তা কার্যকর হয়নি। যার ফল ভুগতে হচ্ছে ঘাটালবাসীকে।এবার তাই তারা বিক্ষোভের রাস্তায় হাঁটার সিদ্ধান্ত নিল।

আজ ঘাটালের অন্নপূর্ণা আর্কেডে এই বিষয়ে তাদের এক কনভেনশন হয়। যেখানে অংশ নেন বহু মানুষ।ঘাটাল মাস্টার প্ল্যান রূপায়ন সংগ্রাম কমিটির সভাপতি ডাঃ বিকাশ চন্দ্র হাজরা সহ অনেকে।কমিটির যুগ্ম সম্পাদক দেবাশিস মাইতি ও নারায়ন চন্দ্র নায়ক বলেন, “গত ৩১শে জুলাই আমরা দিল্লিতে কেন্দ্রীয় জলসম্পদমন্ত্রী নীতিন গড়কড়ির সঙ্গে দেখা করে অবিলম্বে কেন্দ্রীয় অর্থ বরাদ্দের দাবি জানাই। পাশাপাশি রাজ্যের সেচমন্ত্রী ডঃ সৌমেন মহাপাত্রের সঙ্গে দেখা করেও তাঁর নেতৃত্বে বিধানসভার সর্বদলীয় প্রতিনিধি দলকে দিল্লিতে পাঠানোর দাবি জানিয়েছিলাম। রাজ্য সরকারের তহবিল থেকেও অতি সত্ত্বর কাজ শুরুর দাবি জানানো হয়েছিল।”

কিন্তু কিছুতেই কিছু ফল না হওয়ায় আগামী ১৪ই সেপ্টেম্বর পশ্চিম মেদিনীপুর জেলা প্রশাসন ও সেচ দফতরে বিক্ষোভ-ডেপুটেশনের ডাক দিয়েছে ঘাটাল মাস্টার প্ল্যান রূপায়ন সংগ্রাম কমিটি।

Published on: আগ ২৬, ২০১৮ @ ২৩:৫৬

 

 


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

7 + 1 =