গরমে কলকাতার ট্রাফিক পুলিশদের সুস্থ রাখতে নগরপালের উদ্যোগ

Main রাজ্য
শেয়ার করুন

Published on: মার্চ ৩১, ২০২১ @ ২৩:০৪

এসপিটি নিউজ, কলকাতা, ৩১ মার্চ:   একদিকে গরম আর একদিকে নির্বাচন। কলকাতায় ট্রাফিক পুলিশদের কাজের দায়িত্বে থাকা সেইসমস্ত পুলিশ কর্মীদের সুস্থ রাখতে এগিয়ে এলেন কলকাতার নগরপাল সৌমেন মিত্র।

কলকাতা শহরের বিভিন্ন প্রান্তে একাধিক রাস্তায় চড়া রোদের মধ্যে ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে এই সমস্ত ট্রাফিক পুলিশ দায়িত্ব পালন করে থাকেন। এখন আবার এ রাজ্যে বিধানসভা নির্বাচন শুরু হয়েছে। কলকাতায় সমস্ত রাজনৈতিক দলের শীর্ষ নেতৃত্বের আনাগোনা বেড়েছে। তার উপর রাস্তায় যানবাহনও এখন নিয়মিত চলছে। ফলে ট্রাফিক পুলিশের কাজের চাপ বেশ বেড়েছে।

যেভাবে গ্রীষ্মেজ দাবদহের মধ্যে দাঁড়িয়ে থেকে ট্রাফিক পুলিশ তাদের দায়িত্ব পালন করছে তা সত্যিই প্রশংসার দাবি রাখে। এই চড়া রোদে দাঁড়িয়ে দায়িত্ব পালন করার সময় এই সমস্ত ট্রাফিক পুলিশ যাতে সম্পূর্ণ সুস্থ রাখে সেদিকে সজাগ দৃষ্টি রেখেছে কলকাতা পুলিশ। আর তাই আজ কলকাতা পুলিশ কমিশনারেটের পক্ষ থেকে নগরপাল সৌমেন মিত্র আজ নিজে তাদের কাছে পৌঁছে যান। নিজের হাতেই ট্রাফিক পুলিশের হাতে তুলে দেন ওয়ারেসের প্যাকেট, জল, গরম থেকে রক্ষা পাওয়ার নানা সামগ্রী।

Published on: মার্চ ৩১, ২০২১ @ ২৩:০৪


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

88 + = 97