গঙ্গাসাগর মেলায় ইসকনের সেবা শিবির, হাজির ১৫টি দেশের বিদেশি ভক্তরা

Main দেশ ধর্ম ভ্রমণ রাজ্য
শেয়ার করুন

Published on: জানু ১৩, ২০২৩ @ ১০:২৪

এসপিটি নিউজ, কলকাতা, ১৩ জানুয়ারি: গত ১১ জানুয়ারি বুধবার থেকে শুরু হয়েছে গঙ্গাসাগর মেলা।প্রতিবারের মতো আবারও মহাতীর্থ গঙ্গাসাগরে সারা দেশ থেকে বহু তীর্থযাত্রী এসেছেন। এমনকি, দেশের সীমানা ছাড়িয়ে বিদেশ থেকেও এসছেন বহু মানুষ। বিদেশ থেকে ইসকনের বহু সদস্য গঙ্গাসগর মেলায় সমবেত হয়েছেন। এই মেলা চলবে আগামী ১৬ জানুয়ারি সোমবার পর্যন্ত। মেলায় প্রতিবারের মতো এবারেও শিবির করেছে ইসকন।

মকর সংক্রান্তি উপলক্ষে গঙ্গাসাগর মেলায় ইসকন গঙ্গাসাগর শাখা কেন্দ্র তীর্থযাত্রীদের জন্য সেবা শিবির করেছে। এটি হয়েছে গঙ্গাসাগর মেলার পাঁচ নম্বর হেলিপ্যাডের নিকটে, কে-২ বাস টার্মিনালের বিপরীত দিকে। ইসকন মায়াপুরের জনসংযোগ আধিকারিক রসিক গৌরাঙ্গ দাস জানিয়েছেন- এবছর আমাদের লক্ষ্যমাত্রা এক লক্ষ তীর্থযাত্রীদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে পেট ভরে প্রসাদ বিতরণ, চিকিৎসা শিবির ও বস্ত্র বিতরণ, গীতা দান সহ নানা পরিষেবা দেওয়া। প্রায় ৭০০ স্বেচ্ছাসেবক এই সেবা শিবিরে নিরলসভাবে দিন-রাত সেবায় নিযুক্ত থাকবেন। অস্থায়ী রাত্রিকালীন আশ্রয়ও দেওয়া হবে।

১১ জানুয়ারি সকালে গঙ্গাসাগর মেলায় প্রবচন কেন্দ্রে ১৫টি দেশের ইসকনের ৭০ জনেরও বেশি বিদেশি ভক্ত উপস্থিত ছিলেন।যারা সকলেই এবার মহাপুণ্যের পদযাত্রায় শামিল হয়েছেন। যারা বিদেশ থেকে এসেছেন তারা হলেন ইউএসএ, ইউকে, অস্ট্রেলিয়া, স্পেন, রাশিয়া, ইউক্রেন, নিউজিল্যান্ড এবং ফুটবলের দেশ ব্রাজিল থেকে আসা ইসকনের সদস্যরা। এদিনের উপস্থিত ছিলেন দক্ষিণ ২৪ পগনা জেলার জেলাশাসক সুমিত গুপ্তা, অতিরিক্ত জেলাশাসক(সাধারণ)সি আরএন, অতিরিক্ত জেলাশাসক(উন্নয়ন) শঙ্কর সাঁতরা, মহকুমা শাসক(আলিপুর) প্রসেনজিত বিশ্বাস।

বিশ্বশান্তি, সংহতি ও বিশ্বভ্রাতৃত্ববোধ জাগরণের জন্য তারা সকলেই এদিন হরেকৃষ্ণ মহামন্ত্র সংকীর্তন করেন। যুদ্ধ নয়, শান্তি চাই এই বার্তা নিয়ে এদিন রাশিয়া এবং ইউক্রেনের ভক্ত্রা বিশ্ব শান্তি ও ভারতীয় আধ্যাত্মিক বৈদিক সংস্কৃতি “বসুবৈধ কূটুম্বকম” সম্প্রচারের জন্য সাগরতীরের মহামিলন ক্ষেত্রে সমবেতভাবে প্রার্থণা জানান। অনুষ্ঠানে উপস্থিত ইসকনের বিদেশি ভক্তরা শ্রীচৈতন্য মহাপ্রভুর প্রেমধর্মে উপস্থিত সাধারণ মানুষকে উদ্বুদ্ধ করেন। বিকেলে সাগর সংগমে এক বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।

Published on: জানু ১৩, ২০২৩ @ ১০:২৪


শেয়ার করুন