
সংবাদদাতা-সত্যজিৎ বন্দ্যোপাধ্যায়
Published on: জানু ১৩, ২০১৮ @ ২৩:০২
এসপিটি নিউজ, গঙ্গাসাগর, ১৩ জানুয়ারিঃ গঙ্গাসাগর মেলা নামে-ভারে ভারতের আর পাঁচটা প্রাচীন মেলার চেয়ে অনেক আলাদা। লোক সমাগম কিংবা পুণ্যার্থীদের জমায়েতের দিক থেকে এই তীর্থস্থান কলেবরে যথেষ্ট বড়। তবু এই মেলা আজও উপেক্ষিত। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই মেলাকে জাতীর মেলার মর্যাদা দেওয়ার কথা বললেও কেন্দীয় সরকার তা নিয়ে আজ পর্যন্ত কোনও জবাব দেয়নি।যদিও মুখ্যমন্ত্রীর দাবিকে অত্যন্ত ন্যায্য বলে মনে করে তাকে স্বাগত জানিয়েছেন জগদগুরু শঙ্করাচার্য নিশ্চলানন্দ সরস্বতী মহারাজ।
২০১১ সালে রাজ্যে ক্ষমতায় আসার পর থেকে দেশের অন্যতম প্রাচীন এই গঙ্গাসাগর মেলাকে জাতীয় মেলার মর্যাদা দেওয়ার দাবি জানিয়ে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সাগরের বিধায়ক বঙ্কিম হাজরা সেই প্রসঙ্গ টেনে বলেন, কেন্দ্রে তখন প্রধানমন্ত্রী মনমোহন সিং। তাঁকে একাধিকবার জানানো হয়েছে কোনও ফল হয়নি। এখনকার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেও পাঠানো হয়েছে রাজ্যের প্রস্তাব। কিন্তু আজ পর্যন্ত তার কোনও সুরাহা হয়নি।
বিধায়ক বঙ্কিম হাজরা বলেন, মেলায় এখন উপস্থিত আছেন জগদগুরু শঙ্করাচার্য। তিনিও আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই প্রস্তাবকে স্বাগত জানিয়েছেন। তিনিও মনে করেন, এই মেলা আভিজাত্য ও ঐতিহ্যে অনন্য। তবে পর্যটনের দিক থেকে নয় এই মেলার ধর্মীয় ভাবাবেগ আছে। সেই দিক থেকে দেখলে এই মেলার জাতীয় মেলার গুরুত্ব পাওয়া উচিত।
Published on: জানু ১৩, ২০১৮ @ ২৩:০২