Published on: জানু ১৬, ২০১৮ @ ০৯:২২
এসপিটি নিউজ, মেদিনীপুর, ১৫ জানুয়ারিঃ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের বিভিন্ন এলাকায় উন্নয়নের কাজ করার জন্য বিভিন্ন বোর্ড গঠন করেছেন। ঠিক তেমনই মেদিনীপুর-খড়্গপুর উন্নয়ন পর্ষদও এই এলাকার উন্নয়নে গঠিত হয়েছে।এদিন খড়্গপুরের চৌরঙ্গীতে ৬ নম্বর জাতীয় সড়কের পাশে বিবেক পার্ক ও স্বামী বিবেকানন্দের মূর্তির আবরণ উন্মোচন করেন রাজ্যের পরিবহনমন্ত্রী শুভেন্দু অধিকারী একথা বলেন। উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান মেদিনীপুরের বিধায়ক মৃগেন মাইতির কাজের প্রশংসাও করেন তিনি।
শুভেন্দুবাবু বলেন, মৃগেনবাবু মেদিনীপুর শহরকে সুন্দরভাবে সাজিয়ে তুলেছেন। ৫০ লক্ষ টাকা খরচ করে বিবেক পার্ক তৈরি করে এক অনন্য নজির স্থাপন করেছেন। সেই পার্কে বিবেকানন্দের আবক্ষ মূর্তি বসিয়ে পার্কের সৌন্দর্য অনেক গুন বাড়িয়ে দিয়েছেন। বিবেক পার্কটিকে রক্ষা করার জন্য তিনি মেদিনীপুর বাসীর কাছে আবেদন রাখেন।
এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলাশাসক জগদীশ প্রসাদ মীনা, পুলিশ সুপার অলোক রাজোরিয়া, সভাধিপতি উত্তরা সিংহ হাজরা, সহ-সভাধিপতি অজিত মাইতি,মেদিনীপুরের বিধায়ক মৃগেন মাইতি।
Published on: জানু ১৬, ২০১৮ @ ০৯:২২