এসপিটি নিউজ, পশ্চিম মেদিনীপুরঃ খড়গপুর লোকাল থানার চকগোবিন্দ এলাকায় তেলের ট্যাঙ্কার ফেটে ছড়াল আগুন। সেই আগুনে পুড়ে মৃত্যু হল সাত বছরের এক শিশুর। নাম রাহুল ঘোষ। আহত হয়েছে চন্দ্রকান্ত ঘোষ(৬৬)।উভয়ের বাড়ি স্থানীয় চকগোবিন্দ গ্রামে।সম্পর্কে তারা দু’জনেই দাদু-নাতি। আজ সোমবার সকালে মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটেছে ঐ চকগোবিন্দ গ্রামে।মৃত রাহুল শ্রীমন্তপুর সারদা শিশু মন্দির নার্সারি স্কুলে পড়াশুনো করত।
স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সকালে চন্দ্রকান্তবাবু তার নাতি রাহুলকে মোটরবাইকে চাপিয়ে স্কুলে নিয়ে যাচ্ছিল। সেই সময় বাড়ির কাছেই একটি তেলের ট্যাঙ্কার ফেটে আগুন লেগে যায়। ঐ সময় নাতিকে বাইকে চাপিয়ে যাওয়ার সময় ট্যাঙ্কারটি ফেটে যায়। ছড়িয়ে পড়ে আগুন। সেই আগুনে পুড়ে যায় দাদু ও নাতি। দু’জনকেই আশঙ্কাজনক অবস্থায় মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের উদ্দেশ্যে রওনা হয়। কিন্তু পথেই মৃত্যু হয় ছোট্ট রাহুলের। দাদু চন্দ্রকান্তবাবুর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে কলকাতায় এস এস কে এম-এ নিয়ে গিয়ে ভর্তি করা হয়।চন্দ্রকান্তবাবুর শরীরের অনেকটাই পুড়ে গেছে।খড়গপুর লোকাল থানার পুলিশ ট্রাকটিকে আটক করেছে। ট্রাকটির চালক ও খালাসি পলাতক। রাহুলের মৃতদেহ পুলিশ ময়না তদন্তে পাঠিয়েছে।শুরু করেছে তদন্ত।
রাহুলের মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই চকগোবিন্দ গ্রামে শোকের ছায়া নেমে আসে। ছেলের মৃত্যুর খবর পেয়ে কান্নায় ভেঙে পড়েন রাহুলের বাবা মানস ঘোষ ও মা ছবি ঘোষ। ১৩ বছরের দাদা সনি ঘোষ ভাইয়ের মৃতদেহ আঁকড়ে সমানে কাঁদতে থাকেন। ছাত্রের অকাল প্রয়াণে তার স্কুল ছুটি দিয়ে দেয়। ঘটনাস্থলে আসেন স্কুলের শিক্ষক-শিক্ষিকারা।