
Published on: সেপ্টে ২৭, ২০১৮ @ ২২:৩৩
এসপিটি নিউজ, মেদিনীপুর, ২৭ সেপ্টেম্বরঃ বুধবার বনধ উপেক্ষা করে দোকেন খোলার সময় গুলিতে নিহত হয়েছিলেন বিভুরঞ্জন দাস (৫২)। বৃহস্পতিবার তার মৃতদেহ নিয়ে মিছিল করে তৃণমূল কংগ্রেস। যেখানে দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সি ছাড়াও ছিলেন জেলা স্তরের নেতারা। মৃতদেহের সামনে দাঁড়িয়ে সুব্রত বক্সি বিজেপির বিরুদ্ধে তোপ দেগে বলেন, বিজেপি এখন রাজ্যে খুনের রাজনীতি আমদানি করছে। যার বলি হতে হল আমাদের কর্মী বিভুরঞ্জন দাসকে।
সুব্রত বক্সি বলেন, একসময় এই বাংলায় কেশপুর, নন্দীগ্রাম, গড়বেতা, নেতাই সহ গোটা জঙ্গলমহলে খুনের রাজনীতি ছড়িয়ে পড়েছিল। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার গঠিত হওয়ার পর থেকে এই খুনের রাজনীতি বন্ধ হয়েছে। তিনি যখন উন্নয়নের মাধ্যমে বাংলাকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন তখন কেন্দ্রের ক্ষমতাসীন বিজেপি রাজনৈতিকভাবে তৃণমূলের মোকাবিলা করতে না পেরে খুনের রাজনীতি শুরু করেছে।
কেশিয়ারী থানার খাজরা গ্রামের বাসিন্দা তৃণমূল কর্মী বিভুরঞ্জন দাসকে বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা খুন করেছে বলে অভিযোগ করেন সুব্রত বক্সি। যদিও বিজেপি এই অভিযোগ অস্বীকার করেছে।
Published on: সেপ্টে ২৭, ২০১৮ @ ২২:৩৩