Published on: মে ১০, ২০২১ @ ১৯:৫৭
এসপিটি নিউজ, কলকাতা, ১০ মেঃ মমতার মন্ত্রিসভার শপথ গ্রহণ হয়ে গেল আজ। রাজভবনে অনাড়ম্বর অনুষ্ঠানে ৪৩জন মন্ত্রীকে শপথ বাক্য পাঠ করান রাজ্যপাল জগদীপ ধনকড়। নতুন মন্ত্রিসভায় ১৬জন নতুন মুখ। গতবারের মন্ত্রিসভার অধিকাংশকেই পুরনো দফতরের দায়িত্ব দেওয়া হয়েছে। তবে এবার খাদ্য দফরর দেওয়া হল মধ্যমগ্রামের বিধায়ক রথীন ঘোষকে। পরিবহন ও আবাসন পেলেন ফিরহাদ হাকিম। শি্ল্পের দায়িত্ব পেলেন পার্থ চট্টোপাধ্যায়।পুর ও নগরোন্নয়নের দায়িত্ব দেওয়া হল চন্দ্রিমা ভট্টাচার্যকে।
গত দু’বার মমতার মন্ত্রিসভায় খাদ্যমন্ত্রী ছিলেন জ্যোতিপ্রিয় মল্লিক। কিন্তু তাঁর বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলেছিল বিরোধীরা। এবার একেবারে স্বচ্ছ ভাবমূর্তির রথীন ঘোষকে করা হল নতুন খাদ্যমন্ত্রী। মধ্যমগ্রাম পুরসভার পুরপ্রধান হিসাবে অত্যন্ত দক্ষতার সঙ্গে পুর প্রশাসন চালিয়ে এসেছেন রথীন ঘোষ। দক্ষ প্রশাসক হিসাবে তাঁর সুনাম সর্বজনবিদিত। মনে করা হচ্ছে, খাদ্য দফতরে এবার যোগ্য লোককেই আনা হল।
পরিবহন ও আবাসনের দায়িত্বে আনা হল ফিরহাদ হাকিমকে। এতদিন পরিবহনের দায়িত্ব সামলাতেন শুভেন্দু অধিকারী। কিন্তু এখন তিনি বিজেপিতে। বিধানসভায় বিরোধী নেতা। এবার পরিবহন দফতরের দায়িত্ব তুলে দেওয়া হল ফিরহাদের হাতে। সঙ্গে আবাসনেরও দায়িত্ব।
পার্থ চট্টোপাধ্যায়কে করা হল শিল্পমন্ত্রী। এক সময় তাঁকে এই দফতরের দায়িত্বই দেওয়া হয়েছিল। কিন্তু পরবর্তীকালে তাঁকে রাজ্যের শিক্ষামন্ত্রী করা হয়। তার আগে শিক্ষামন্ত্রীর দায়িত্ব সামলাতেন ব্রাত্য বসু। এবার ফের সেই ব্রাত্য বসুকেই নিয়ে আসা হল শিক্ষার দায়িত্বে।
এবারের মমতার মন্ত্রিসভায় আরও এক গুরুত্বপূর্ণ দফতরের দায়িত্ব বদল ঘটানো হয়েছে। এতদিন পুর ও নগরোন্নয়ন দফতরের দায়িত্বে ছিলেন ফিরহাদ হাকিম। এবার সেই দায়িত্ব দেওয়া হল চন্দ্রিমা ভট্টাচার্যকে। এর আগে স্বাস্থ্য ও পরিবার কল্যানের প্রতিমন্ত্রীর দায়িত্ব সামলেছেন তিনি। এবার দেখে নেওয়া যাক কে কোন দফতরের দায়িত্ব পেলেন।
মুখ্যমন্ত্রী
মমতা বন্দ্যোপাধ্যায়- স্বরাষ্ট্র ও পার্বত্য বিষয়, স্বাস্থ্য ও পরিবার কল্যান, ভূমি ও ভূমি-সংস্কার, উদ্বাস্তু ও পুনর্বাসন, তথ্য ও সংস্কৃতি দফতর এবং উত্তরবঙ্গ উন্নয়ন।
পূর্ণমন্ত্রী
- ১) সুব্রত মুখোপাধ্যায়- পঞ্চায়েত ও গ্রামীণ উন্নয়ন
- ২) পার্থ চট্টোপাধ্যায়- শিল্পও বাণিজ্য, তথ্য প্রযুক্তি
- ৩) অমিত মিত্র- অর্থ
- ৪) সাধন পান্ডে- ক্রেতাসুরক্ষা, স্বনির্ভর গোষ্ঠী এবং স্ব-রোজগার
- ৫) জ্যোতিপ্রিয় মল্লিক- বন
- ৬) বঙ্কিম চন্দ্র হাজরা- সুন্দরবন উন্নয়ন
- ৭) মানস রঞ্জন ভুইঞা- জলসম্পদ উন্নয়ন
- ৮) সৌম্যেন কুমার মহাপাত্র- সেচ ও জলপথ
- ৯) মলয় ঘটক- আইন
- ১০) অরূপ বিশ্বাস- বিদ্যুৎ, যুব কল্যান ও ক্রীড়া অর্থাৎ
- ১১) উজ্জ্বল বিশ্বাস-কারামন্ত্রী
- ১২) অরূপ রায়-সমবায়
- ১৩) রথীন ঘোষ- খাদ্য ও বন্টন
- ১৪) ফিরহাদ হাকিম- পরিবহন ও আবাসন
- ১৫) চন্দ্রনাথ সিনহা- ক্ষুদ্র ও মাঝারি শিল্প ও বস্ত্র
- ১৬) শোভন্দেব চট্টোপাধ্যায়- কৃষি
- ১৭) ব্রাত্য বসু- স্কুল ও উচ্চ শিক্ষা
- ১৮) পুলক রায়- জন্স্বাস্থ্য ও কারিগরি
- ১৯) ড. শশী পাঁজা- নারী ও শিশু কল্যান
- ২০) মহম্মদ গুলাম রব্বানী- সংখ্যালঘু ও মাদ্রাসা শিক্ষা
- ২১) বিপ্লব মিত্র- কৃষি বিপণন
- ২২) জাভেদ আহমেদ খান- বিপর্যয় মোকাবিলা
- ২৩) স্বপন দেবনাথ- প্রাণী সম্পদ উন্নয়ন
- ২৪) সিদ্দিকুল্লাহ চৌধুরী- গ্রন্থাগার
স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী
- ১) বেচারাম মান্না- শ্রম
- ২) সুব্রত সাহা- খাদ্য প্রক্রিয়াকরণ
- ৩) হুমায়ুন কবীর- কারিগরি শিক্ষা
- ৪) অখিল গিরি- মৎস্য
- ৫) চন্দ্রিমা ভট্টাচার্য- পুর ও নগরোন্নয়ন
- ৬) রত্না দে নাগ- পরিবেশ ও বিজ্ঞান
- ৭) সন্ধ্যারানী টুডু- পশ্চিমাঞ্চল উন্নয়ন
- ৮) বুলু চিক বরাইক- অংরসর শ্রেণি কল্যান
- ৯) সুজিত বোস- দমকল
- ১০) ইন্দ্রনীল সেন- পর্যটন
প্রতিমন্ত্রী
- ১) দিলীপ মন্ডল- পরিবহন
- ২) আখরুজ্জামান- বিদ্যুৎ
- ৩) শিউলি সাহা- পঞ্চায়েত ও গ্রামীণ উন্নয়্ন
- ৪) শ্রীকান্ত মাহাত-ক্ষুদ্র ও মাঝারি শিল্প
- ৫) সাবিনা ইয়াসমিন- সেচ ও জলপথ
- ৬) বীরবাহা হাঁসদা- বন
- ৭) জ্যোৎস্না মান্ডি- খাদ্য ও বন্টন
- ৮) পরেশ চন্দ্র অধিকারী-স্কুল শিক্ষা
- ৯) মনোজ তেওয়ারী- যুব ও ক্রীড়া
Published on: মে ১০, ২০২১ @ ১৯:৫৭