এসপিটি নিউজ, হাওড়াঃ শুধু রেলযাত্রীদের নিরাপত্তা দেওয়া নয় তার সাথে ক্রীড়া ক্ষেত্রেও উজ্জল দৃষ্টান্ত স্থাপন করল দক্ষিণ পূর্ব রেলওয়ে। রেল সূত্রে খবর গত ২৪ নভেম্বর থেকে ৩০ নভেম্বর বাংলাদেশের ঢাকায় অনুষ্ঠিত এশিয়ান আর্চারি চ্যাম্পিয়ানশিপে দক্ষিণ পূর্ব রেলওয়ের তৃষা দেব স্বর্ন পদক লাভ করল। প্রতিযোগিতায় ৭টি দেশ অংশ নিয়েছিল।
অন্যদিকে গত ১৫ অক্টোবর থেকে ২২ অক্টোবর পর্যন্ত মেক্সিকোয় বিশ্বের ১৯টি দেশকে নিয়ে অনুষ্ঠিত বিশ্ব আর্চারি চ্যাম্পিয়ানশিপে দক্ষিণ পূর্ব রেলের তৃষা দেব, জয়তী সুরেখা, লিলি চারু দলগত বিভাগে রৌপ্য পদক লাভ করে।
অপরদিকে উত্তরপ্রদেশের রায়বেরিলিতে গত ৮ থেকে ১০ নভেম্বর পর্যন্ত অনুষ্ঠিত সারা ভারত কাবাডি চ্যাম্পিয়াশিপে দক্ষিণ পূর্ব রেলওয়ে পুরুষ কাবাডি টিম তৃতীয স্থান অর্জন করে। এছাড়া সম্প্রতি উড়িষ্যার ভুবনেশ্বরে সারা ভারত আমন্ত্রণমূলক কাবাডি চ্যাম্পিয়ানশিপে দক্ষিন পূর্ব রেলওয়ে কাবাডি এসোসিয়েশানের পুরুষ দল চ্যাম্পিয়ান হয় এবং নগদ ২লাখ টাকা আর্থিক পুরস্কার লাভ করে।
সোমবার দক্ষিণ পূর্ব রেলের সদর দফতরে তৃষা দেব ও কাবাডি দলকে সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দক্ষিন পূর্ব রেলের অতিরিক্ত জেনারেল ম্যানেজার অনির্বান দত্ত,দক্ষিন পূর্ব রেলওয়ে কাবাডি এ্যাসোসিয়েশনের সভাপতি জে কে সাহা প্রমূখ।