প্রবীণদের নয়া জাগরণের ঠিকানা জাগৃতি ধাম, কেমন এই স্থান, কি থাকছে সেখানে

Main দেশ ভ্রমণ রাজ্য
শেয়ার করুন

Published on: এপ্রি ১৭, ২০২৩ @ ০১:৩৯
Reporter: Aniruddha Pal

এসপিটি নিউজ, কলকাতা, ১৭ এপ্রিল: ইনফিনিটি’র হাত ধরে পথ চলা শুরু করল জাগৃতি ধাম। বলা যেতেই পারে প্রবীণদের নয়া জাগরণের ঠিকানা এই স্থান। যে সমস্ত বাবা-মায়েরা একা থাকেন, যারা সন্তানদের থেকে সম্পূর্ণ একা হয়ে গিয়েছেন, যাদের সন্তানরা কর্মসূত্রে বিদেশে কিংবা দূরে থাকেন তাদের জন্য ডায়মন্ড হারবার রোডে কৃপারামপুরে অবস্থিত এই জাগৃতি ধাম এক নয়া ঠিকানা হতে চলেছে। ইতিমধ্যেই ‘অ্যাসিস্টেড অ্যান্ড ইন্ডিপেন্ডেন্ট লিভিং’এ দুর্দান্ত কৃতিত্বের জন্য ইন্ডিয়ান গ্রিন বিল্ডিং কাউন্সিল (আইজিবিসি)-এর তরফে শংসাপত্র পেয়েছে। বর্ষীয়ান নাগরিক আবাসকেন্দ্র হিসাবে লাভ করেছে ‘সিল্ভার রেটিং’-ও। সেই নিরীখে পূর্ব ভারতে প্রথম ও সারা ভারতের মধ্যে দ্বিতীয় স্থানে রয়েছে তারা।

এখানে থাকছে নানাবিধ সুবিধা

জাগৃতি ধাম সাধারণ এক বৃদ্ধাবাস হলেও এখানে থাকছে নানাবিধ সুবিধা। কলকাতার ইবিজা রিসর্ট ও স্পা-এর মনোরম পরিবেশের মধ্যেই অবস্থিত ‘জাগৃতি ধাম’ এ রয়েছে-

  • সুন্দর বাগান এবং প্রবীণদের হাঁটা-চলাকরার মতো আদর্শ জায়গা।
  • এছাড়াও সেখানে রয়েছে যোগাসন করার ঘর, স্পা ও স্যালৌ, কমিউনিটি হল, গ্রন্থাগার, বিভিন খেলাধুলো করার ঘর সহ নানা ধরনের ব্যবস্থা।
  • এসবই আবাসিকদের মানসিক ও শারীরিক দু’দিক থেকেই সক্রিয় ও দৃঢ় থাকতে সাহায্য করবে।
  • পাশাপাশি থাকবে ২৪ ঘণ্টার জন্য জেনারেটর ব্যবস্থা, জাকাপড়-ঘর পরিষ্কার রাখার জন্য নিয়োজিত কর্মী ও সেওসবের সুযোগ-সুবিধা।
  • এছাড়াও জাগৃতি ধামে রয়েছে জৈব বাগান সেখান থেকে সতেজ সবজি খাওয়ার ব্যবস্থাও থাকবে আবাসিকদের জন্য।
  • প্রতিটি ঘরেই আছে ‘এমার্জেন্সি বাটন’, যাতে চাপ দিলেই সঙ্গে সঙ্গে এসে হাজির হবেন আবাসিকদের পরিচর্যার দায়িত্বে নিয়োজিত কর্মীরা।
  •  সম-মানসিকতার সহ-বাসিন্দাদের সাহচর্যে তাঁরা যে পারস্পরিক সম্পর্ক গড়ে তুলতেও সক্ষম হবেন সেই বিষয়েও নিশ্চিত করেছেন আবাসন কর্তৃপক্ষ।

জাগৃতি ধাম দুটি সংস্থার সঙ্গে যুক্ত হয়েছে

ইতিমধ্যেই জাগৃতি ধাম দুটি সংস্থার সঙ্গে যুক্ত হয়েছে যারা প্রবীণ আবাসিকদের বিভিন্ন সুযোগ-সুবিধা দিয়ে সাহায্য করে। তাদের মধ্যে একটি সংস্থা হল ইমোহা। ২৫ হাজার প্রবীণ মানুষের পাশে থাকা এই সংস্থার মূল লক্ষ্যই হল- প্রবীণ মানুষদের জীবনচর্যাকে উন্নত করা এবং সেই একই ব্যবস্থা থাকবে জাগৃতি ধামের আবাসিকদের জন্য-ও। অপর যে সংস্থাটির সঙ্গে তারা হাত মিলিয়েছে সেটি হল- ইপোচ এল্ডার কেয়ার। এই সংস্থা ডিমেনশিয়া ও পার্কিনসন্স রোগীদের যত্নের বিষয়ে খেয়াল রাখে। এছাড়াও প্রবীণদের এই আবাসিক কেন্দ্রে থাকছে নির্দিষ্ট জেরিয়াট্রিক্স টিমেবং আয়ুর্বেদিক চিকিৎসার ব্যবস্থাও।

Published on: এপ্রি ১৭, ২০২৩ @ ০১:৩৯


শেয়ার করুন