কেএনসি রেজিমেন্টের ‘সেরা সাংবাদিকে’র সম্মানে ভূষিত আজকালের সোহম

রাজ্য
শেয়ার করুন

Published on: আগ ১৬, ২০১৮ @ ১৫:৪৪

এসপিটি নিউজ, বারাসত, ১৬ আগস্টঃ আজকাল সংবাদপত্রের সাংবাদিক সোহম সেনগুপ্তকে ‘সেরা সাংবাদিকে’র সম্মানে সম্মানিত করল বারাসতের কেএনসি রেজিমেন্ট ক্লাব।১৫ আগস্ট সন্ধ্যায় আনুষ্ঠানিকভাবে তাঁকে এই বিশেষ সম্মানে ভূষিত করেন বারাসতের বিশিষ্ট জনপ্রতিনিধিরা।

কেএনসি রেজিমেন্ট ক্লাব বারাসতের ঐতিহ্যশালী একটি ক্লাব। সারা বছর ধরেই তারা তাদের সামাজিক কর্মসূচী পালন করে থাকে। গরিব-অসহায় মানুষের পাশে থেকে তারা তাদের সামাজিক দায়বদ্ধতাকে তুলে ধরে। ঠিক সেভাবেই তারা সমাজের বিশিষ্ট মানুষকজনদেরও সম্মানিত করে থাকে। এদিন যেমন তারা সোহমকে জানাল।

উত্তরীয় ও ফলক দিয়ে কেএনসি রেজিমেন্ট ক্লাব ‘সেরা সাংবাদিক’ সোহম সেনগুপ্তকে সম্মানিত করেন। বারাসতের সাংসদ দা. কাকলি ঘোষ দস্তিদার, বিধায়ক চিরঞ্জীত ও বারাসতের পুরপ্রধান সুনীল মুখোপাধ্যায় সোহমকে সম্মান জানান।বারাসতে এমন সম্মান পেয়ে অভিভূত সোহম।

Published on: আগ ১৬, ২০১৮ @ ১৫:৪৪


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

− 4 = 1