
এসপিটি নিউজ, ঝাড়গ্রামঃ মুখেই শুধু বড় বড় কথা।কৃষকদের নিয়ে কোন ভাবনা চিন্তা নেই কেন্দ্রীয় সরকারের।দিন দিন বেড়ে চলেছে কৃষক আত্ম্যহত্যার সংখ্যা।অথচ পশ্চিমবঙ্গ সরকার কৃষকদের কথা ভেবে তাদের পাশে দাঁড়িয়েছে। কয়েক বছরের মধ্যেই কৃষকদের ভাতা দেবার ব্যাবস্থা করেছে। পাশাপাশি তাদের ভর্তুকিরও ব্যাবস্থা করেছে রাজ্য সরকার।ঝাড়গ্রাম জেলার গোপিবল্লভপুরে তৃণমূলের কিষান ক্ষেত মজুরদের প্রথম জেলা কর্মী সম্মেলনে এসে এভাবেই ক্ষোভ উগরে দেন বেচারাম মান্না।
আজ বৃহস্পতিবার গোপিবল্লভপুর ১ নং ব্লকের হাতিবাড়ি এলাকায় এক প্রেক্ষাগৃহে প্রথম জেলা কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়।উপস্থিত ছিলেন মন্ত্রী চুড়ামনি মাহাতো,বিধায়ক দুলাল মুর্মু,তৃনমুল যুব সভাপতি দেবনাথ হাঁসদা,ছাত্র সভাপতি সত্যরঞ্জন বারিক সহ অন্যান্য নেতারা।এদিন রাজ্য কিষান ক্ষেত মজুর সংগঠনের সভাপতি বেচারাম মান্না নয়াগ্রামে ক্ষতিগ্রস্ত কৃষকদের ক্ষতিপূরণ-এর বিষয়ে নিশ্চিতভাবে পাশে থাকার আশ্বাস দেন।