সংবাদদাতা-বাপ্পা মণ্ডল ছবি-রামপ্রসাদ সাউ
Published on: জানু ১৬, ২০১৮ @ ১৭:০৭
এসপিটি নিউজ, শালবনী, ১৬ জানুয়ারিঃ সন্তানের বিপদে মায়ের মন সব সময় কেঁদে ওঠে। তা সে মানুষই হোক আর পশু। যেমনটা দেখা গেল শালবনীর বালিবাঁধ গ্রামে। যেখানে একটি হস্তিশাবক গ্রামের কুঁইয়োয় পড়ে যাওয়ার পর থেকে শিশু হাতিকে পাওয়ার চেষ্টায় রীতিমতো ক্ষিপ্ত হয়ে ওঠে মা হাতি। রাতভর তাণ্ডব চালায় সে। পরে শিশুকে ফিরে পাওয়ার চেষ্টায় আর এক হাতিকে নিয়ে সেখানে দাঁড়িয়ে থাকে।সকালে বন দফতরের কর্মীরা এসে হাতি দুটিকে সরিয়ে হস্তিশাবকটিকে উদ্ধার করে।
শালবনী থানার অন্তর্গত বনদফতরের ঝিটকা বিটের বালিবাঁধ গ্রামে রাতভর হাতির এমন কাণ্ডকারখানা ঘিরে হুলস্থূল পড়ে যায়। গত কয়েক দিন ধরেই খড়িকাশুলি, কুড়াজুড়ি, বিরঘসা প্রভৃতি এলাকায় ৭০ থেকে ৮০টা হাতি জড়ো হয়ে আছে।সন্ধে হলেই দাপিয়ে বেড়াচ্ছে মাঠে। চালাচ্ছে তাণ্ডব।ওই দলটি থেকে এক পাল হাতি সোমবার রাতে বিরঘসার দিক থেকে বালিবাঁধের দিকে চলে আসে। এখানে এসে তারা মাঠে দাপিয়ে বেড়াতে থাকে। দলটিতে বেশ কয়েকটি হস্তিশাবকও ছিল।
সেই হাতির দলটি খাবারের সন্ধানে গ্রামের ভিতর ঢুকে পড়ে। আর তখনই ঘটে যায় দুর্ঘটনাটি। দলের মধ্যে থাকা একটি হস্তিশাবক আচমকা গ্রামে একটি কুঁয়োর ভিতর পড়ে যায়।ব্যস, তারপরই ছবি বদলে যায়। হাতির দল ক্ষিপ্ত হয়ে তাণ্ডব চালাতে থাকে।সেইসময় কুঁয়োয় পড়ে যাওয়া হস্তিশাবকটিকে তোলার চেষ্টা করতে থাকে মা হাতিটি। সঙ্গে আরও একটি হাতি ছিল। কিন্তু অনেক চেষ্টা করেও তারা ব্যর্থ হয়।
আজ সকালে বন দফতরের কর্মীরা সেখানে আসেন। তারা হুলাপার্টি দিয়ে কুঁয়োর সামনে থেকে হাতি দুটিকে সরিয়ে দেয়। এরপর বন দফতরের কর্মীরা কুঁয়োর পাড় কেটে হস্তিশাবকটিকে উদ্ধার করে।এরপর পরিস্থিতি স্বাভাবিক হয়।
Published on: জানু ১৬, ২০১৮ @ ১৭:০৭