Published on: আগ ৬, ২০১৮ @ ২১:৩০
এসপিটি নিউজ, ৬ আগস্টঃ নিয়ম মেনে গাড়ি চালানো, ট্রাফিক আইন মেনে রাস্তায় চলাচল করা-এসব নিয়ে একাধিক সচেতনতা অনুষ্ঠান হয়ে চলেছে। তবু সাধারণ মানুষের সম্বিত ফেরে না।কিন্তু কলকাতা ট্রাফিক পুলিশ তাই বলে চুপ করে বসে নেই। তারা কিন্তু তাদের কাজ চালিয়ে যাচ্ছেন। একের পর এক সচেতনতার অনুষ্ঠান করে সাধারণ মানুষকে এ বিষয়ে সঠিক পাঠ দিয়ে চলেছে। কিভাবে দুর্ঘটনা এড়ানো যায়, নিরাপদে কিভাবে গাড়ি চালানো যায় সেইসব বিষয় প্রয়োজনীয় দিকগুলি তুলে ধরছে।
সোমবার যেমন পার্ক সার্কাস ট্রাফিক গার্ডের পক্ষ থেকে ‘সেফ ড্রাইভ সেভ লাইফ’ কর্মসূচির অংশ হিসেবে এক অনুষ্ঠানের আয়োজন করেছিল। যেখানে তারা ‘নিরাপদ ড্রাইভিং’ আর দুর্ঘটনা এড়ানোর প্রয়োজনীয় দিকগুলি তুলে ধরা হয়েছিল। নিরাপদ ড্রাইভিং-এর প্ল্যাকার্ড নিয়ে পেশাদার মোটর-সাইকেল চালকদের এক র্যালির উদ্বোধন করেন অতিরিক্ত পুলিশ কমিশনার (১)বিনীত গোয়েল, যুগ্ম কমিশনার (ট্রাফিক) মিতেশ জৈন, ডেপুটি কমিশনার(ট্রাফিক) সুমিত কুমার।
এছাড়াও এদিনের অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছিল দুর্ঘটনা কিভাবে রোধ করা যায় সেই বিষয়টি। তপসিয়া থানা থেকে নিয়ে আসা হয়েছিল দুর্ঘটনায় দুমড়ানো একটি স্কুটি। যাকে সামনে এনে দুর্ঘটনা এড়ানোর পাঠ সেখানো হয়।
এদিনের অনুষ্ঠানে কলকাতা পুলিশের পাশে দাঁড়িয়েছিলেন বেশ কয়েকজন বিশিষ্ট ব্যক্তি। যাঁদের মধ্যে ছিলেন, মন্ত্রী জাভেদ শামিম, অভিনেতা সোহম, নুসরত, বিশ্বনাথ বসু প্রমুখ।
অনুষ্ঠানে সেন্ট পিটার্স স্কুলের ছাত্রছাত্রীরা নিরাপদ ড্রাইভিং-এর উপর এক ফিউশন নৃত্য পরিবেশন করে। এই বিষয়ের উপর সঙ্গীত পরিবেশন করে ডন বস্কো স্কুলের ছাত্র-ছাত্রীরা।ছাত্রছাত্রীদের এই অনুষ্ঠানে অংশগহণ করানোর মধ্য দিয়ে এক মহৎ উদ্দেশ্য সাধিত হয়।এদিনের এই উদ্যোগে অংশ নেন প্রায় ৮০০জন।
Published on: আগ ৬, ২০১৮ @ ২১:৩০