
Published on: জানু ৩, ২০১৯ @ ১০:৩৪
এসপিটি নিউজ ডেস্কঃ বেশ কিছুদিন ধরেই এলাকায় আতঙ্ক ছড়িয়েছিল। মানুষজন ভয়ে ঘর ছেড়ে বের হতে পারছিল না। বন দফতরও লেপার্ডটিকে ধরতে ফাঁদ পেতেছিল। কিন্তু সে বন্যপ্রাণ দফতরের পাতা ফাঁদকে ফাঁকি দিয়েই ছুটে বেড়াচ্ছিল জম্মু-কাশ্মীরের ডোডা জেলার কিস্তোয়ার এলাকায়।
গতকাল বন্যপ্রাণ দফতরের কাছে খবর আসে লেপার্ডটি ডোডার বেভলি অঞ্চলে দাপিয়ে বেড়াচ্ছে। তারা তখন প্রস্তুতি নিয়ে সেখানে ঘাঁটি গাড়ে। খাঁচা পেতে কাছাকাছি এলাকায় অপেক্ষা করতে থাকে।খাঁচার ভিতর টোপ ফেলা হয়। লেপার্ডটি সেই টোপ দেখে এগিয়ে আসে। খাঁচার ভিতর পা ফেলতেই আটকা পড়ে সে।
হাঁফ ছেড়ে বাঁচে এলাকাবাসী। উদ্ধার করা হয় লেপার্ডটিকে। তাঁকে বন্যপ্রাণ দফতরের কর্মীরা রেসকিউ সেন্টারে নিয়ে গিয়েছে।
Published on: জানু ৩, ২০১৯ @ ১০:৩৪