Published on: জানু ২৮, ২০২০ @ ২০:৫২
এসপিটি নিউজ, কলকাতা, ২৮ জানুয়ারি: সরস্বতী পুজোয় বৃষ্টি হবে শুনে অনেকেরই মুখ ভার। স্কুল পড়ুয়াদের মধ্যে একটাই প্রশ্ন- কাল কি সত্যিই বৃষ্টি হতে পারে? হাওয়া অফিস জানাচ্ছে, বঙ্গোপসাগরে বিপরীত ঘূর্ণাবর্ত তোইরি হয়েছে। যার ফলে প্রচুর জলীয় বাষ্প জমাট বেধেছে। ফলে পশ্চিমবঙ্গের সর্বত্রই হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা আছে।
হাওয়া অফিস সূত্র বলছে, আজ রাত থেকে তাপমাত্রা বাড়তে পারে। কাল অর্থাৎ বুধবার সকালের পর থেকে বৃষ্টি শুরু হতে পারে। হালকা থেকে মাঝারি ধরনের। যা পরদিন বৃহস্পতিবার পর্যন্ত হতে পারে। তবে শুক্রবার থেকে আকাশ আবার পরিষ্কার হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। সেই সঙ্গে তাপমাত্রা ফের নামতে পারে।
হাওয়া অফিস সতর্ক বার্তা দিয়ে আরও জানিয়েছে, আগামিকাল রাজ্যের প্রতিটি জেলায় এক কিংবা দুটি জায়গায় বজ্রপাত সহ ঝোড়ো হাওয়া বইতে পারে।
Published on: জানু ২৮, ২০২০ @ ২০:৫২