Published on: জানু ৮, ২০১৮ @ ১৫:২৩
এসপিটি নিউজ, ডেবরা, ৮ জানুয়ারিঃ কলেজের পরিচালন সমিতি থেকে তৃণমূল কংগ্রেস বিধায়ক সেলিমা খাতুনের অপসারণ চেয়ে আমরণ অনশন শুরু করেছে ছাত্র-ছাত্রীরা।পরিস্থিতি নিয়ে রীতিমতো বিপাকে পড়েছে কলেজের অধ্যক্ষ স্বয়ং।আজ সোমবার সকাল থেকে ডেবরা থানার শহীদ ক্ষুদিরাম স্মৃতি মহাবিদ্যালয়ের সামনে ছাত্র-ছাত্রীদের এই অনশন নিইয়ে শোরগোল পড়ে গেছে।
ডেবরা থানার শহীদ ক্ষুদিরাম স্মৃতি মহাবিদ্যালয়ে নতুন পরিচালন সমিতি গঠন করা নিয়ে জট পাকিয়েছে কলেজে। যেখানে পরিচালন সমিতির সভাপতি করা হয়েছে ডেবরার বিধায়ক সেলিমা খাতুনকে।সদস্য করা হয়েছে রতন দে ও শ্যামল মুখার্জ্জী। অনশনরত ছাত্রীছাত্রীদের অভিযোগ, ঐ তিনজন কলেজের ছাত্র সংসদের নির্বাচনে আলাদা ভাবে একটি গ্রুপকে দাঁড় করিয়েদিয়েছিল। যদিও তারা হেরে যায়। সেই সময় তারা তিনজন লোকজন নিয়ে এসে তাদের উপর হামলা চালায়। আবার সেই হামলাকারীদের পরিচালন সমিতির দায়িত্বে নিয়া আসা হয়েছে। তাই আমরা মনে করি, তারা কলেজের ভাল করতে পারে না। এর ফলে ফের নতুন করে অশান্ত হয়ে উঠবে কলেজ। আমাদের দাবি, অবিলম্বে ঐ তিনজনকে সরিয়ে নতুন করে পরিচালন সমিতি গঠন করতে হবে।
এই ঘটনা নিয়ে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষা সুতপা পাল কোনও মন্তব্য করতে রাজী হয়নি।
Published on: জানু ৮, ২০১৮ @ ১৫:২৩