কলকাতায় তৃতীয় বাংলাদেশ চলচ্চিত্র উৎসব পালিত, সাংস্কৃতিক বন্ধন বাড়ানোর কথা বললেন বাংলাদেশের তথ্যমন্ত্রী

Main দেশ বাংলাদেশ বিনোদন রাজ্য
শেয়ার করুন

Published on: ফেব্রু ১২, ২০২১ @ ১০:৪০

এসপিটি নিউজ:  তৃতীয় বাংলাদেশ চলচ্চিত্র উৎসব 2021 অনুষ্ঠিত হয়ে গেল কলকাতায়। গত 5 ফেব্রুয়ারি নন্দনে উৎসবের উদ্বোধন করেন বাংলাদেশের তথ্যমন্ত্রী ড. হাসান মাহমুদ। উদ্বোধনী ভাষণে তিনি দুই দেশের সাংস্কৃতিক বন্ধন বাড়ানোর উপর আলোকপাত করেন।এই চলচ্চিত্র উৎসবে মোট ৩২টি বাংলাদেশি চলচ্চিত্র ফিচার প্রদর্শিত হয়েছে।

তৃতীয় বাংলাদেশ চচ্চিত্র উৎসব গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ের উদ্যোগে এবং কলকাতায় বাঙ্গালদেশ উপ-হাইকমিশনের ব্যবস্থাপনায় আয়োজিত হয়। উৎসব চলে 9 ফেব্রুয়ারি গত মঙ্গলবার পর্যন্ত। এই অনুষ্ঠানে পশ্চিমবঙ্গ সরকারের বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী  ব্রাত্য বসু এবং বিদেশসচিব হর্ষ বর্ধন শ্রিংলা অতিথি ও সম্মানিত অতিথি হিসাবে যোগ দেন।এছাড়াও বিশেষ অতিথি হিসেবে ভারতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মহম্মদ ইমরান এবং প্রখ্যাত চলচ্চিত্র পরিচালক গৌতম ঘোষ উপস্থিত ছিলেন।

পাঁচ দিনের দীর্ঘ এই উৎসবটিতে 32 টি বাংলাদেশি ফিচার চলচ্চিত্র প্রদর্শিত হয়েছে। বাংলাদেশের প্রধানমন্ত্রীর জীবন নিয়ে নির্মিত চলচ্চিত্র ‘হাসিনা-এ ডটারস টেল’ ছিল উৎসবের উদ্বোধনী চলচ্চিত্র। ছবিটি বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার জীবন অবলম্বনে নির্মিত। এছাড়াও উৎসবে প্রদর্শিত হয়েছে ‘জালালের গল্প’, ‘কৃষ্ণপক্ষ’, ‘অজ্ঞাতনামা’, ‘রাধাদিরাজ রাজ্জাক’, ‘আন্ডার কনস্ট্রাকশন’, ‘দেবী,’ পদ্ম পাতার জল’, ‘ আবার বসন্ত’,’  ‘মায়া: ‘দ্য লস্ট মাদার’,’ না দড়াই’,  ‘আঁখি ও তার বন্ধুরা’, ‘ফাগুন হাওয়ায়’, ‘ইতি তোমারি ঢাকা’, ‘ভুবন মাঝি’ এবং ‘পোড়া মন’  চলচ্চিত্রগুলি।

ডাঃ মাহমুদ তার উদ্বোধনী ভাষণে বলেন যে ভারত ও বাংলাদেশকে তাদের সাংস্কৃতিক বন্ধন আরও বাড়াতে হবে।  যাতে কোনও কিছুই দু’টি বন্ধুত্বপূর্ণ দেশের মানুষের মধ্যে বিভাজন তৈরি করতে না পারে। বিদেশসচিব হর্ষ বর্ধন শ্রিংলা বলেন যে ভারত-বাংলাদেশ সম্পর্ক সময় পরীক্ষা করা হয় এবং ভাগ্য ত্যাগের ভিত্তিতে থাকে। তিনি দুই দেশের মধ্যে জনগণের যোগাযোগের ক্ষেত্রে জনগণকে আরও বাড়ানোর প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছিলেন।

ড. মাহমুদ বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ পূর্তি উপলক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন নিয়ে একটি শিল্প প্রদর্শনীর উদ্বোধনও করেন।ছবি- বাংলাদেশ সংবাদ সংস্থার সৌজন্যে

Published on: ফেব্রু ১২, ২০২১ @ ১০:৪০


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

+ 61 = 66