Published on: আগ ২৯, ২০২০ @ ২২:১৩
এসপিটি নিউজ, পশ্চিম মেদিনীপুর, ২৯ আগস্ট: সমস্ত স্বাস্থ্যবিধি মেনেই এবছর জঙ্গলমহলে করম পরব উৎসব পালিত হল। আজ শনিবার জঙ্গলমহলের বিভিন্ন এলাকায় মাহাতো সম্প্রদায়ের মুলবাসীরা এদিন করম পরব উৎসবে মেতে ওঠেন।পাশাপাশি ভূমিজ, বাগাল সহ বিভিন্ন সম্প্রদায়ের মানুষ শনিবার ওই অনুষ্ঠানে সামিল হয়।
ভাদ্র মাসের শুক্লপক্ষের পার্শ্ব একাদশীর দিন শনিবার করম পূজার আয়োজন করা হয়। করম পরব উপলক্ষে পাতা নাচের আয়োজন হয় বিভিন্ন এলাকায়। ধামসা মাদলের তালে নাচ ও গানের আয়োজন করা হয়। করম গাছের ডাল জঙ্গল থেকে এনে গাছের ডালটিকে জাগিয়ে তোলা হয়। সেই গাছের ডালকে পুজো করা হয়। সেই সঙ্গে যুবক-যুবতীরা সকাল থেকে না খেয়ে করম পরবের ব্রত পালন করেন।
পশ্চিম মেদিনীপুর জেলার গুড়গুড়িপাল, শালবনি গোয়ালতোড়, চন্দ্রকোনা রোড ,গড়বেতা থানা এলাকার জঙ্গলমহল এলাকাগুলিতে উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে শনিবার করম পূজার আয়োজন করা হয়। শালবনির বিধায়ক শ্রীকান্ত মাহাতো করম পরব উপলক্ষে সর্বস্তরের মানুষকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
Published on: আগ ২৯, ২০২০ @ ২২:১৩