Published on: অক্টো ২৪, ২০২০ @ ১২:০৩
এসপিটি নিউজ ডেস্ক: সেই পুরনো হাসি দেশের প্রথম বিশ্বকাপ জয়ী প্রাক্তন ক্রিকেট অধিনায়ক বিশ্বখ্যাত অলরাউন্ডার কপিল দেবের মুখে। হাসপাতালের শয্যায় শুয়েই ডবল থাম আপ চিহ্ন দেখিয়ে জানালেন তাঁর মনের অভিব্যাক্তি। মুখে সেই চিরাচরিত হাসি। সংবাদ সংস্থা আইএএনএস কপিল দেবের একটি ছবি ট্যুইট করে লিখেছে তাঁর সুস্থতার কথা।
সংবাদ সংস্থা আইএএনএস লিখেছে- একটি সফল জরুরি করোনারি অ্যাঞ্জিওপ্লাস্টির পরে ভারতের প্রথম বিশ্বকাপজয়ী ক্রিকেট অধিনায়ক কপিল দেব সুস্থ হয়ে উঠছেন, এবং এই চিত্রটি থেকেই স্পষ্ট হয় যে কিংবদন্তি অলরাউন্ডার তার হাসপাতালের বিছানা থেকে ডাবল থামস আপ করছেন।
India's first World Cup-winning cricket captain #KapilDev is well on road to recovery after a successful emergency coronary angioplasty, and this is evident from a photo in which the legendary all-rounder is seen flashing a double thumbs up sign from his hospital bed pic.twitter.com/GkNZJe3mvd
— IANS Tweets (@ians_india) October 24, 2020
জেনে রাখা ভালো, বৃহস্পতিবার রাত ১ টায় কপিল দেবকে বুকে ব্যথার কারণে হাসপাতালে আনা হয়েছিল। রাতে তাঁর অ্যাঞ্জিওপ্লাস্টি করানো হয়। তাঁকে দিল্লির ফোর্টিস এসকর্টস হার্ট ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।সেখানেই তাঁর চিকিৎসা চলছে।
Published on: অক্টো ২৪, ২০২০ @ ১২:০৩