এয়ার ইন্ডিয়া নতুন বছরে যাত্রীদের জন্য দিল এই সুখবর

Main দেশ বিদেশ বিমান ভ্রমণ রাজ্য
শেয়ার করুন

Published on: ডিসে ১৬, ২০২২ @ ২১:২৩
Reporter: Aniruddha Pal

এসপিটি নিউজ, কলকাতা, ১৬ ডিসেম্বর: নতুন বছরের শুরু থেকে এয়ার ইন্ডিয়া যাত্রী পরিষেবায় আরও বেশি করে স্বাচ্ছন্দ্য আনছে। সেই দিকে নজর দিয়ে তারা দিল সুখবর। যেখানে যাত্রীরা সুবিধা পাবেন। একদিকে তারা যেমন দেশের অভ্যন্তরে বিমান পরিষবার দিকে নজর দিয়েছে, ঠিক তেমনই আন্তর্জাতিক উড়ান পরিষেবাকে আরও বেশি যাত্রীদের উপযোগী করে তোলার দিকে দৃষ্টি দিয়েছে।

বিশ্বে উড়ান পরিষেবা স্বাভাবিক

এয়ার ইন্ডিয়া সূত্রে জানা গিয়েছে, কোভিডের পর তারা উড়ান পরিষেবাকে ধীরে ধীরে উন্নত করার দিকে নজর দিয়েছে। বর্তমান পরিস্থিতিতে সারা বিশ্বে উড়ান পরিষেবা স্বাভাবিক হয়েছে। এখন বহু দেশই তাদের উড়ান পরিষেবা বাড়ানোর কাজ শুরু করেছে। ভারতেও সেই মতো এয়ার ইন্ডিয়া এখন দেশের অভ্যন্তরে ও আন্তর্জাতিক স্তরে বিমান চলাচলের পরিমান বাড়িয়েছে।

কলকাতা-মুম্বই রুটে দিনে তিনটে করে বিমান চলবে

গত কাল ১৫ ডিসেম্বর কলকাতায় অনুষ্ঠিত হয়ে গেল ট্রাভেল এজেন্টস ফেডারেশন অব ইন্ডিয়া বা টাফি’র দ্বি-মাসিক মিটিং। সেখানে একাধিক এয়ারলাইন্স হাজির ছিল। টাফি বরাবরই যাত্রীদের সুবিধার জন্য বিভিন্ন এয়ারলাইন্স সংস্থার সঙ্গে যোগাযোগ রেখে উড়ান পরিষেবাকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টায় অংশ নিয়েছে। টাফি’র চেয়ারম্যান (পূর্ব ভারত) অনিল পাঞ্জাবি জানিয়েছেন- নতুন বছরে এয়ার ইন্ডিয়া, থাই এয়ারওয়েজ সহ একাধিক সংস্থা কলকাতা থেকে পরিষেবা চালু করছে। এয়ার ইন্ডিয়া কলকাতা-মুম্বই বিমান পরিষেবাকে আরও বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। সেই মতো দুটির পরিবর্তে ২৫ ডিসেম্বর থেকেই এই রুটে দিনে তিনটে করে চালানোর সিদ্ধান্ত হয়েছে।

জানা গিয়েছে, কলকাতা-মুম্বই বিমান পরিষাবা আগে দিনে দুটি চলাচল করতে। এখন সেটি বাড়িয়ে তিনটে করা হয়েছে। এর ফলে যাত্রীরা উপকৃত হবেন। অনিল পাঞ্জাবি বলছিলেন- কলকাতা-মুম্বই- এর রুট খুবই গুরুত্বপূর্ণ। কলকাতা থেকে বহু ব্যবসায়ী মুম্বই যাতায়াত করে থাকেন। কোভিড মহামারীর সময় এই রুট বন্ধ থাকায় খুব অসুবিধা হয়েছিল। তাই নতুন বছরের শুরু থেকে এই রুটে বিমান দিনে দুটো বদলে তিনটে করে দেওয়ায় যাত্রীরা অনেকটাই উপকৃত হবেন।

ভিয়েনা, কোপেনহেগেন ও মিলানের উড়ান পরিষেবা চালু হচ্ছে

পাশাপাশি, কোভিডের সময় বন্ধ হয়ে যাওয়া ভিয়েনা, কোপেনহেগেন ও মিলানের উড়ান পরিষেবা নতুন বছর থেকেই শুরু হচ্ছে। এগুলি সবই দিল্লি থেকে চালু হচ্ছে। জানা গিয়েছে, ২০২৩ সালের ১৫ ফেব্রুয়ারি থেকে দিল্লি-ভিয়েনা, ১ মার্চ থেকে দিল্লি-কোপেনহেগেন, এবং ১৫ মার্চ থেকে চালু হচ্ছে দিল্লি-মিলান উড়ান পরিষেবা। দিল্লি যেহেতু এয়ারইন্ডিয়ার বড় হাব আছে তাই সেখান থেকেই এই পরিষেবা চালু হচ্ছে। এতে অবশ্য কলকাতার যাত্রীদের অসুবিধা হবে না।কারণ, কলকাতার যাত্রীদের এয়ার ইন্ডিয়ার বিমানে দিল্লি নিয়ে গিয়ে সেখান থেকেই ওই বিমান তাদের ধরিয়ে দেওয়ার ব্যবস্থা রাখা হয়েছে।

Published on: ডিসে ১৬, ২০২২ @ ২১:২৩


শেয়ার করুন