
Reporter: Aniruddha Pal
এসপিটি নিউজ, কলকাতা, ৭ এপ্রিল : ওরা সকলেই ক্রিকেট অন্ত প্রাণ। অভিজিৎ, মহেশ, সমর, দীপঙ্কর, সুমন, কমল, অনিকেত, ফারুখ কাকে ছেড়ে কার কথা বলি। এদের মধ্যে অফুরন্ত ক্ষমতা আছে। আছে নিজের প্রতি অটুট বিশ্বাস। শারীরিক প্রতিবন্ধকতা তাই হার মেনেছে এদের মানসিক দৃঢ়তার কাছে। আর তাই ওরা চ্যাম্পিয়ন। সব সময় চ্যাম্পিয়ন। কখন জাতীয় পর্যায়ে। আবার কখনও জেলা পর্যায়ে। আবার কখনও কর্পোরেট ক্রিকেটে সাধারণ খেলোয়াড়দের সঙ্গে লড়াইয়ে। এভাবেই সদস্য তারা কলকাতা কর্পোরেট ক্রিকেটের ফাইনালে সাধারণ ক্রিকেটারদের টিম ব্ল্যাক সুইফট –কে পরাজিত করে চ্যাম্পিয়ন ট্রফি জিতে বাংলাত ক্রিকেটে এক নয়া ইতিহাস তৈরি করল ওয়েস্ট বেঙ্গল দিব্যাঙ্গ ক্রিকেট অ্যাসোসিয়েশন।
গত দুই মাস ধরে কলকাতা কর্পোরেট ক্রিকেট টুর্নামেন্ট চলছিল। অবশেষে দুই দিন আগে কল্যানীতে ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়। ওয়েস্ট বেঙ্গল দিব্যাঙ্গ ক্রিকেট অ্যাসোসিয়েশন মুখোমুখি হয়েছিল ব্ল্যাক সুইফট টিমের বিরুদ্ধে। এই টিমের সকলেই ছিল শারীরিকভাবে একেবারে সম্পূর্ণ ফিট খেলোয়াড়। তাদের বিরুদ্ধে খেলতে নেমেছিল দিব্যাঙ্গ ক্রিকেটাররা। যাদের প্রত্যকেই কোনও না কোনও ভাবে শারীরিক প্রতিবন্ধী। কেউ পোলিওয় আক্রান্ত হয়ে শরীরের স্বাভাবিকত্ব খুইয়েছে। কেউ বা দুর্ঘটনায় শরীরে আঘাতপ্রাপ্ত হয়ে প্রতিবন্ধী হয়েছে। কিন্তু এদের সকলে একটা দিক থেকে শারীরিকভাবে সুস্থ ক্রিকেটারদের থেকে অনেকাংশে এগিয়ে রয়েছে মানসিক ভাবনায়। মানসিক চেতনায়। মানসিক দৃঢ়তায়। শারীরিকভাবে প্রতিবন্ধী হয়েও তারা কিন্তু প্রমাণ করেছে –‘আমরাও পারি’।
অদম্য মানসিক জেদ আর ক্রিকেটের প্রতি ভালোবাসা ওয়েস্ট বেঙ্গল দিব্যাঙ্গ ক্রিকেট অ্যাসোসিয়েশনের সচিব অভিজিৎ বিশ্বাসকে এগিয়ে নিয়ে চলেছে তার লক্ষ্যের দিকে। কয়েকদিন আগেই এক আলাপচারিতায় অভিজিৎ জানিয়েছিল- ‘ভগবান বোধহয় আমাকে এজন্যই তৈরি করেছিল। ‘ সত্যিই তাই। অভিজিৎ-এর পাশে আজ অনেকেই দাঁড়িয়েছে।
তবে এই টুর্নামেন্টে সব থেকে অগ্রণী ভূমিকা নিয়েছেন মহম্মদ রেজাউদ্দিন। কারণ, এই টুর্নামেন্টে এন্ট্রি ফি ছিল ৩০ হাজার টাকা। সেই টাকা তিনি দিয়ে দিব্যাঙ্গ ক্রিকেটের প্রসারে দারুন ভূমিকা পালন করেছেন। এজন্য সকলেই যারা চান দিব্যাঙ্গ ক্রিকেট এগিয়ে চলুক তার নিজের গতিতে নিজের ধারায় তাদের কাছে এটা খুবই আনন্দের আর গর্বের। রেজাউদ্দিনের আর্থিক দানের মর্যাদা রক্ষা করে ওয়েস্ট বেঙ্গল দিব্যাঙ্গ ক্রিকেট অ্যসোসিয়েশন প্রমাণ করে দিয়েছে – চ্যাম্পিয়নরা চ্যাম্পিয়নই থাকে।
ওয়েস্ট বেঙ্গল দিব্যাঙ্গ ক্রিকেট অ্যাসোসিয়েশন দলের খেলোয়াড়্রা হলেন- পূর্ণব ওরাও (অধিনায়ক), অভিজিৎ বিশ্বাস, মহেশ সাউ, দীপঙ্কর মল্লিক, সমর বিশ্বাস, সুমন দে, কমল সরকার, সুকুমার মাহাতো, বিমল মাহাতো, অনিকেত ঘোষ, অঙ্গদ, রাকেশ মধু, বিজয়। কোচ বিবেক সিনহা, সহকারী কোচ অলোক বৈরাগী এবং ম্যানেজার বরুন সিং।