
এসপিটি নিউজ, ডেবরাঃ আজ ছিল পরীক্ষার ফলাফল প্রকাশের দিন।আর সব ছাত্রীর সঙ্গে সে-ও গেছিল স্কুলে। কিন্তু ফলাফল দেখে হতাশায় ভেঙে পড়ে দ্বাদশ শ্রেণীর ছাত্রীটি। সবার অজান্তে নিজের ওড়না দিয়ে গলায় ফাঁস লাগিয়ে ঝুলে পড়ে। বিদ্যালয়ের সবাই যখন জানতে পারে তখন সব শেষ।মৃত ছাত্রীর নাম হালিমা খাতুন(১৭)। বৃহস্পতিবার দুপুরে ঘটনাটি ঘটে পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা থানার লোয়াদা বালিকা বিদ্যালয়ে।
আজ ছিল স্কুলে দ্বাদশ শ্রেণীর টেস্ট পরীক্ষার ফলাফল প্রকাশের দিন। হালিমা স্কুলে এসে জানতে পারে সে ফেল করেছে। এরপরই সে হতাশায় ভেঙে পড়ে। সোজা উঠে যায় দোতলায়। সবার অজান্তে নিজের ওড়না দিয়ে গলায় ফাঁস লাগিয়ে সিলিং ফ্যানে ঝুলে পড়ে। এর কিছু সময় বাদে দোতলায় যখন স্কুলের কেউ ওঠে তখন জানতে পারে এই ঘটনা। স্কুল কতৃপক্ষ জানতে পেরে বাড়ির লোককে খবর দেয়।মেয়ের মৃত্যুর খবর পেয়ে তড়িঘড়ি স্কুলে ছূটে আসেন হালিমার বাড়ির লোকজন। এসেই বেহুঁশ হয়ে পড়েন। এলাকায় শোকের ছায়া নেমে আসে।সকলেরই প্রশ্ন এ কি করল হালিমা, হতবাক হয়ে যায় সকলে।প্রধান শিক্ষিকা রমা ভট্টাচার্য্য বলেন, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। কেন এমনটা করল বুঝতে পারছি না।