সাম্প্রদায়িক শক্তি বিজেপি, খয়িষ্ণু কংগ্রেস, খুনি সিপিএম-কে সবং উপ-নির্বাচনে পরাস্ত করার আহ্বান জানালেন রাজ্যের পুরমন্ত্রী ফিরহাদ হাকিম

রাজ্য
শেয়ার করুন

সংবাদদাতা-বাপ্পা মণ্ডল

এসপিটি নিউজ, সবং, ১৪ ডিসেম্বর- ভারতবর্ষে বিজেপি-র বিরুদ্ধে লড়াইয়ের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতকে শক্তিশালী করার আহ্বান জানালেন রাজ্যের পুর ও নগোরন্নয়নমন্ত্রী ফিরহাদ হাকিম। বৃহস্পতিবার সবং-এর তেমাথানীতে তৃণমূল কংগ্রেস প্রার্থী গীতারানী ভুঁইয়ার সমর্থনে এক নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়।ঐ সভায় বক্তব্য রাখেন পুরমন্ত্রী ফিরহাদ হাকিম। যেখানে দাঁড়িয়ে তিনি সাম্প্রদায়িক শক্তি বিজেপি, খয়িষ্ণু কংগ্রেস, খুনি সিপিএম-কে পরাস্ত করার আহ্বান জানান।

তিনি বলেন, আগামী ২১ ডিসেম্বর সবং কেন্দ্রের উপ-নির্বাচনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধায় প্রার্থী করেছেন গীতারানী ভুঁইয়াকে। তাঁকে জয়ী করে বিধানসভায় পাঠানোর দায়িত্ব নিতে হবে দলের কর্মী আ সমর্থকদের। কংগ্রেস্কে এক হাত নিয়ে ফিরহাদ বলেন, যাদের হাতে হাজার হাজার দলীয় কর্মী খুন হয়েছে সেই খুনী সিপিএমের হাত ধরেছে কংগ্রেস। তিনি বলেন সারা দেশ জুড়ে সাম্প্রদায়িক শক্তি বিজেপি অরাজকতা সৃষ্টি করেছে। এই সাম্প্রদায়িক শক্তি বিজেপি-র বিরুদ্ধে সিপিএম-কংগ্রেসের লড়াই করার ক্ষমতা নেই। একমাত্র ক্ষমতা রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের। তগাই সবং কেন্দ্রে তৃণমূল প্রার্থী গীতারানী ভুঁইয়াকে জয়ী করে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতকে শক্তিশালী করার তোলার আহ্বান জানান।

একই সঙ্গে তিনি রাজস্থানে এরাজ্যের শ্রমিককে নৃশংসভাবে পুড়িয়ে মারার তীব্র নিন্দা করেন।তিনি বলেন, কাজী নজ্রুল ইসলাম, রামকৃষ্ণপরমহংসদেব, বিবেকানন্দ কি এই ধর্ম নিরপেক্ষতা চেয়েছিলেন। রামকৃষ্ণ বলেছিলেন যত মত তত পথ। তাঁর সেই দেখানো পথেই আমরা চলছি। ভাইফোঁটার দিন মমতা বন্দয়োপাধ্যায় আমার হাতে রাখী পরিয়ে আমার মঙ্গল কামনা করেন।যা হল প্রকৃত ধর্ম নিরপেক্ষতার নজির। তিনি বিজেপি-কে হুঁশিয়ারি দিয়ে বলেন,যারা এ রাজ্যে অস্থিরতা সৃষ্টি করে দাঙ্গা লাগানোর চক্রান্ত করছে তাদের ভেবে রাখা উচিত এটা বাংলা। এখানে সকল ধর্মের মানুষ ভালভাবে থাকবেন। তাই তিনি সাম্প্রদায়িক শক্তি বিজেপি, খয়িষ্ণু কংগ্রেস, খুনি সিপিএম-কে পরাস্ত করার আহ্বান জানিয়ে সবং-এর উন্নয়নের কারিগর মান্স ভুঁইয়ার স্ত্রী গিতারানী ভুঁইয়াকে ঘাসের উপর জোড়াফুলে ভোট দিয়ে নির্বাচিত করার আহ্বান জানান। ছবিঃ রামপ্রসাদ সাউ


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

55 − = 50