এশিয়ান গেমসে মহিলাদের ১০০মিটারে রূপো ভারতের দুতী

খেলা দেশ বিদেশ
শেয়ার করুন

Published on: আগ ২৬, ২০১৮ @ ২১:৪২

এসপিটি স্পোর্টস ডেস্কঃ জাকার্তা এশিয়ান গেমসের অষ্টম দিনে অ্যাথলেটিক্সে মোটামুটি ভালোই গেল ভারতের। রবিবার ৪০০মিটার দৌড়ে হিমা দাস ও মহম্মদ আনাস রূপো জেতেন। পাশাপাশি ১০০ মিটার মহিলাদের দৌড়ে দদুতী চন্দ রূপো জেতেন। ভারতের আর এক অ্যাথলিট গোবিন্দন লক্ষনন ১০,০০০ মিটার দৌড়ে ব্রোঞ্জ জিতলেও দৌড় শেষ করার আগে ট্র্যাক থেকে বেরিয়ে যাওয়ার কারণে এই পদক ছিনিয়ে নেওয়া হয়। ঘোড়সওয়াড়িতে এদিন ভারতীয় প্রতিযোগী রূপো জেতেন।

এদিন দুতী চন্দ ১০০ মিটার দৌড়ে রূপো জেতেন। ফাইনালে তিনি সময় নেন ১১.৩২ সেকেন্ড। এই বিভাগে বাহরিনের প্রতিযোগী সোনা জেতেন। তিনি সময় নেন ১১.৩০ সেকেন্ড।

Published on: আগ ২৬, ২০১৮ @ ২১:৪২


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

− 3 = 4