
Published on: আগ ২৮, ২০১৮ @ ২৩:৫৭
এসপিটি স্পোর্টস ডেস্কঃ জাকার্তা এশিয়ান গেমসের দশম দিনে ভারতের একটি সোনা সহ নটি পদক এল।এদিন সবচেয়ে চমক ছিল ৮০০মিটার দৌড়ে মনজিত সিং-এর সোনার পদক জয়। এই বিভাগে আর এক ভারতীয় জিনসন জনসন পান রূপো। এছাড়া তিরন্দাজিতে মহিলা ও পুরুষ উভয় দলই রূপো জেতে।
মহিলা ব্যাডমিন্টন ফাইনালে পিভি সিন্ধু রূপো জেতেন। এই প্রথম কোনও ভারতীয় ব্যাডমিন্টন খেলোয়াড় এশিয়ান গেমসে ব্যাডমিন্টনের ফাইনালে খেলার সুযোগ পেলেন। ৪ গুন ৪০০ রিলে রেসে ভারত রূপো জেতে।
Published on: আগ ২৮, ২০১৮ @ ২৩:৫৭