
সংবাদদাতা- সত্যজিৎ বন্দ্যোপাধ্যায়
Published on: ফেব্রু ১৫, ২০১৮ @ ০০:১৫
এসপিটি নিউজ,বারুইপুর, ১৪ ফেব্রুয়ারিঃ সময় পেরিয়ে গেছে। সেই সময় আর ফিরে আসবে না। কিন্তু সামনের দিঙ্গুলিকে ভাল ক্রা যেতেই পারে। আর সেটাই করেছে বারুইপুর পুরসভা। অবশ্যি তাতে স্থানীয় বিধায়ক থা বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের ভূমিকা বিশেষভাবে উল্লেখযোগ্য।৩৪টা বছর যে জলাশয় ছিল মশার আঁতুর আর ব্যাঙাচিতে ভর্তি আজ পুরসভার চেষ্টায় সেই জলাশয় পরিণত হল এক আন্তর্জাতিক মানের সাঁতার প্রশিক্ষণ কেন্দ্রে। এ এক অভূতপূর্ব ঘটনা বলেন অধ্যক্ষ বিমানবাবু।
বারুইপুর পুরসভার সামনের এই জলাশয় নিয়ে বাম আমলের কর্তা-ন্যক্তিদের কোনও হেলদোল ছিল না।বর্তমান পুরপ্রধান শক্তি রায়চৌধুরী এটা নিয়ে চিনতে শুরু করেন। আসলে দলের নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেখানে প্রতিদিন বার্তা দিচ্ছেন-তৃণমূলের নিয়ন্ত্রণাধীন সমস্ত পুরসভা-পঞ্চায়েত মানুষের জন্য কাজ করে যাবে। মানুষই তাদের সব কিছু। তৃণমূলের একটাই আদর্শ একটাই নীতি-মানুষের পাশে থাকা, মানুষের সেবা করা। দলনেত্রীর সেই নির্দেশ তিনি অক্ষরে অক্ষরে মেনে চলেন। আর তারই ফলশ্রুতি এই আন্তর্জাতিক মানের সাঁতার প্রশিক্ষণ কেন্দ্র।
বারুইপুর পুরসভার সামনেই সাড়ে ৪ কোটি টাকা ব্যায়ে আন্তর্জাতিক মানের আধুনিক সাঁতার প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধন হয়ে গেল বুধবার ভ্যালেন্টাইন দিবসের বিকালে। এই প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধন করেন রাজ্যর ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস ও বিধানসভার অধক্ষ্য বিমান বন্দ্যোপাধ্যায়। উপস্থিত ছিলেন পুরপ্রধান শক্তি রায়চৌধুরী, মহকুমাদশাসক শ্যামা পারভিন। পুরপ্রধান শক্তি রায়চৌধুরীর হাতে তিনি এদিন দায়িত্বভার সহ কাগজ হস্তান্তর করেন।
৫০ মিটার লম্বা ২৫ মিটার চওড়া এই সাঁতার প্রশিক্ষণ কেন্দ্র। ১০০ আসনের গ্যালারি আধুনিক ক্যাফেটেরিয়া থেকে শুরু করে ছেলে-মেয়েদের আলাদা চেঞ্জিং রুম, আধুনিক শৌচালয়, অফিস সব ব্যবস্থাই রয়েছে। প্রতি মুহূর্তে জল পিউরিফিকেসন হবে যাতে চর্ম রোগ না হয়। রাজ্যস্তরের প্রশিক্ষক থাকবে এই কেন্দ্রে। এই সাঁতার প্রশিক্ষণ কেন্দ্রে থাকবে আধুনিক জিম, যা এদিন ঘোষণা করেন অধক্ষ্য তথা বিধায়ক বিমান বন্দ্যোপাধ্যায়।
৬ বছরের উপরে শিশুদের ও সাধারণ মানুষদের প্রশিক্ষণের ব্যবস্থা থাকবে। ৪ মার্চ থেকে চালু হয়ে যাবে এই সাঁতার প্রশিক্ষণ কেন্দ্রত। এর দেখাশোনার জন্য মহকুমাশাসকের নেতৃত্বে পুরপ্রধানকে নিয়ে এক টিম গঠিত হয়েছে। এদিন মন্ত্রী অরূপ বিশ্বাস বলেন, এই সাঁতার প্রশিক্ষণ কেন্দ্র থেকেই ছেলে উঠবে। রাজ্যস্তরে পরে দেশের হয়ে প্রতিনিধিত্ব করব। আগামি দিনে বাংলার ৫ জন সাঁতারুর মধ্যে বারুইপুরের নাম আসবে।
Published on: ফেব্রু ১৫, ২০১৮ @ ০০:১৫