
হাওড়া,১৮ই ডিসেম্বর,২০১৭- সোমবার থেকে উলুবেড়িযা ১ নং পঞ্চায়েত সমিতির অন্তর্গত হাটগাছা ১ নং গ্রাম পঞ্চায়েতের সঙ্ঘশ্রী ফুটবল মাঠে শুরু হল উলুবেড়িযা ১ নং ব্লক ও মহকুমা কৃষি মেলা। এদিন মাটি কৃষি উদ্যানপালন প্রানীসম্পদ কৃষি বিপনন সমবায় মেলার উদ্বোধন করেন বিধায়ক পুলক রায়। মেলায় রাজ্য সরকারের বিভিন্ন দফতরের স্টল জায়গা পেয়েছে। ৩ দিন ব্যাপি এই মেলার প্রথম দিনে প্রায় ৪০০ উপভোক্তার হাতে কৃষি সরঞ্জাম,মাছ ধরার সরঞ্জাম দেওয়ার পাশাপাশি মৎস বিক্রেতাদের হাতে ইনসুলেটার বক্স তুলে দেওয়া হয। এদিন বেশ কয়েকজন প্রতিবন্ধীর হাতে হুইল চেয়ার তুলে দেওয়া হয়। এছাড়াও জাতিগত শংসাপত্র ও বিতরন করা হয।
এদিনের অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উলুবেড়িযার মহকুমা শাসক অংশুল গুপ্ত, উলুবেড়িযা ১ নং ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক কার্ত্তীক চন্দ্র রায়, উলুবেড়িযা ১ নং পঞ্চায়েত সমিতির সভাপতি মানষ মন্ডল সহ বহু পদস্থ আধিকারিকরা।
এদিন মেলা উপলক্ষ্যে এক শোভাযাত্রা এলাকা পদক্ষিন করে। শোভাযাত্রায় বিধায়ক পুলক রায় ছাড়াও বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রীরাও অংশ নেয়।