
Published on: ডিসে ৩০, ২০১৭ @ ১৮:৩২
এসপিটি নিউজ, হাওড়্ ৩০ ডিসেম্বর-প্রয়াত সাংসদ সুলতান আহমেদের উন্নয়নের অস্ত্র কে হাতিয়ার করে বিরোধীদের ঘায়েল করতে উলুবেড়িয়া লোকসভার উপ নির্বাচনে সুলতান আহমেদের স্ত্রী সাজদা আহমেদকে প্রার্থী করে চমক দিল তৃণমুল। ২০০৯ সালের লোকসভা নির্বাচনে উলুবেড়িযা লোকসভা কেন্দ্রে প্রার্থী হওয়ার পরেই সুলতান আহমেদ বুঝেছিলেন উন্নয়ন নির্বাচনের জেতার একমাত্র অস্ত্র। যাকে হাতিয়ার করেই উন্নয়নের প্রতিশ্রুতিকে সঙ্গে নিয়ে দীর্ঘ ৫ বারের বাম সাংসদ হান্নান মোল্লাকে পরাজিত করে প্রথমবারের জন্য সাংসদ নির্বাচিত হন সুলতান আহমেদ। সাংসদ নির্বাচিত হওয়ার পরেই উলুবেড়িযা লোকসভা কেন্দ্রকে উন্নয়নের মোড়কে সাজিয়ে তোলার ফল হিসাবে ২০১৪ সালের লোকসভা নির্বাচনে ২ লাখ ১ হাজার ২২২ ভোটে রেকর্ড মার্জিনে তিনি জয়লাভ করে দ্বিতীয় বারের জন্য সাংসদ নির্বাচিত হন।এদিকে তৃণমূল প্রার্থী সাজদা আহমেদের জয়ের পথ প্রশস্ত করতে তুলি হাতে দেওয়াল লিখনের সূচনা করলেন দলের হাওড়া গ্রামীণ জেলা সভাপতি বিধায়ক পুলক রায়।
২০১৪ সালের লোকসভা নির্বাচনে তৃণমূল প্রার্থী সুলতান আহমেদের প্রাপ্ত ভোট ছিল ৫ লাখ ৭০ হাজার ৭৮৫ সেখানে বাম প্রার্থী সাবির উদ্দিন মোল্লার প্রাপ্ত ভোট ছিল ৩ লাখ ৬৯ হাজার ৫৬৩। অপরদিকে বিজেপি প্রার্থী রঞ্জিত কিশোর মহান্তির প্রাপ্ত ভোট ছিল ১ লাখ ৩৭ হাজার ১০৭ এবং কংগ্রেস প্রার্থী অসিত মিত্রের প্রাপ্ত ভোট ৬৭ হাজার ৮২৬। উলুবেড়িযা লোকসভার উপ নির্বাচনে তৃণমুল তাদের প্রার্থী ঘোষণার পরে বামেরা তাদের গতবারের প্রার্থী সাবির উদ্দিন মোল্লার উপর পুনরায় দল আস্থা রেখেছে। যদিও শনিবার সন্ধ্যা পর্যন্ত বিজেপি বা কংগ্রেস তাদের প্রার্থীর নাম ঘোষণা করে উঠতে পারেনি।
যদিও শনিবার সকাল থেকেই দলীয় প্রার্থীর সমর্থনে কোমর বেধে নেমে পড়েছে দলীয নেতা থেকে কর্মীরা। তৃণমুল সূত্রে খবর শনিবার রাতে প্রয়াত সাংসদের বাড়িতে বসে নির্বাচনী রুপরেখা তৈরি হবে।দলীয প্রার্থীর জয় সর্ম্পকে তৃণমুলের হাওড়া গ্রামীন জেলা সভাপতি পুলক রায় জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের উদ্যেগে সারা বাংলায় যা উন্নয়ন হয়েছে স্বাধীনতার পরে এই উন্নয়ন এর আগে কেউ দেখেনি। তিনি বলেন প্রয়াত সাংসদ একজন প্রকৃত মানবদরদী জনপ্রতিনিধি ছিলেন আমাদের আশা তার স্ত্রী ও মানুষের পূর্ণ সমর্থন পাবে্ন। পাশাপাশি এদিন তিনি নির্বাচনে বিরোধীদের অস্তিত্ব নিয়েও প্রশ্ন তোলেন।
Published on: ডিসে ৩০, ২০১৭ @ ১৮:৩২