মমতা বন্দ্যোপাধ্যায় যদি বিজেপিতে যান, তবেই আমি বিজেপিতে যাব- বিস্ফোরক তৃণমূল বিধায়ক

Main রাজ্য
শেয়ার করুন

Published on: ডিসে ৬, ২০২০ @ ২১:০৭

এসপিটি নিউজ, দিনহাটা, ৬ ডিসেম্বর:  আজ দিনহাটায় এক সভায় রীতিমতো চড়া সুরে বক্তব্য রাখেন তৃণমূল কংগ্রেসের বিধায়ক উদয়ন গুহ। সেখানে তিনি বিজেপি নয় ক্ষোভ উগড়ে দেন দলেরই একাংশের বিরুদ্ধে। কলকাতায় থাকার সময় গত কয়েকদিন ধরে তাঁর সম্পর্কে প্রচার করা হচ্ছিল- উদয়ন গুহ নাকি বিজেপিতে যোগ দিতে চলেছেন। আজকের সভায় দাঁড়িয়ে সেই কথা সামনে নিয়ে এসে ক্ষোভ উগড়ে দেন স্থানীয় কিছু তৃণমূল নেতা-কর্মীদের বিরুদ্ধেই। বলেন- “বিজেপিতে যাওয়ার আমার কাছে অফার অনেক অফার আছে। আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখেই তৃণমূল করতে এসেছি। তাই মমতা বন্দ্যোপাধ্যায় যদি বিজেপিতে যান, তবেই আমি বিজেপিতে যাব।”

উদয়ন গুহর এই বক্তব্যের পরেই রাজ্য-রাজনীতিতে জোর জল্পনা শুরু হয়ে গেছে। প্রশ্ন উঠছে- কি এমন হল যে এভাবে একের পর এক তৃণমূল নেতা-মন্ত্রীরা প্রকাশ্যে দলের বি্রুদ্ধে ক্ষোভ উগড়ে বিস্ফোরক মন্তব্য করছেন?

দিনহাটার সভায় দাঁড়িয়ে তৃণমূল বিধায়ক উদয়ন গুহ বলেন-” আমি ১০ দিন এখানে ছিলাম না। আর তার মধ্যে চাউর করে দেওয়া হল আমি নাকি বিজেপিতে যোগ দিচ্ছি।বিজেপি করছে না। এসব করছে আমাদের দলের লোকেরাই। আসলে তৃণমূলের ক্ষতি করছে তৃণমূলের লোকজনেরাই।” উদয়ন এখানে না থেমে বলতে থাকেন-“দল ছেড়ে যে বা যারাই যাক না কেন, কোচবিহারে কেউ তৃণমূলের ক্ষতি করতে পারবে না। ক্ষতি করতে পারেন কারা? আমাদের দলের মধ্যে আছেন যারা। আজকের এই সভায় কারা কারা আসেননি একবার ভালো করে লক্ষ্য করুন। ১৫ জন কমিটির সদস্যের মধ্যে এখানে মা্ত্র ১০জন উপস্থিত আছেন।

এরপরই উদয়ন গুহ অনুপস্থিত নেতাদের উদ্দেশ্য করে রীতিমতো হুঁশিয়ারি দেন। বলেন- “তলে তলে গর্ত খোঁড়ার চেষ্টা করবেন, পিঠের চামড়া উদয়ন গুহর আগে আপনাদের যাবে।” উদয়ন গুহ এরপর বলেন- “আমি তৃণমূলের আদর্শ দেখে এই দল করতে আসেনি। আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে তৃণমূল করতে এসেছি। তাই মমতা বন্দ্যোপাধ্যায় যদি বিজেপিতে যান, তবেই আমি বিজেপিতে যাব। মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূলে থাকলে আমি বিজেপিতে যাব না। তাই এসব বলে হাওয়া গরম করে লাভ হবে না।”

Published on: ডিসে ৬, ২০২০ @ ২১:০৭


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

93 − 87 =