Published on: অক্টো ১৬, ২০১৮ @ ২০:৫৫
এসপিটি নিউজ ডেস্কঃ আচমকা ঘরের বাইরে কুমির দেখে চমকে উঠেছিলেন গ্রামবাসিরা। কিভাবে কুমিরটি গ্রামে ঢুকে পড়েছিল তাও তারা বুঝতে পারেননি। এত বড় কুমির দেখে সকলে ভয় পেয়ে যায়। ভয়ে সকলে চেঁচাতে থাকে। আতঙ্ক ছড়িয়ে পড়ে গুজরাটের ভদোদরা এলাকার পিপারিয়া গ্রামে। আতঙ্কিত গ্রামবাসীরা কুমিরের হাত থেকে বাঁচতে খবর দেন বন দফতরকে। ছুটে আসেন গ্রামে। উদ্ধার করে নিয়ে যান কুমিরটিকে। জানা গেছে, কুমিরটি আট ফুট লম্বা।
Published on: অক্টো ১৬, ২০১৮ @ ২০:৫৫