
Published on: জানু ১৩, ২০২২ @ ২১:০৫
এসপিটি নিউজ, জলাপাইগুড়ি, ১৩ জানুয়ারি: বৃহস্পতিবার উত্তরবঙ্গে গুয়াহাটি-বিকানের এক্সপ্রেস লাইনচ্যুত হয়েছে। এর ফলে চারজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে ৫০ জন। রেলের উদ্ধারকারী দল আহতদের উদ্ধার করেছে। উদ্ধার কাজ প্রায় শেষ। দুর্ঘটনাটি ঘটেছে উত্তরবঙ্গের জলপাইগুড়িতে নিউ ময়নাগুড়ির কাছে দোমহনীতে। দুর্ঘটনার খবর পাওয়া মাত্রই রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব গোটা ঘটনার উপর নজর রেখে সমস্ত কিছুর তদারকি করেন।প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি রেলমন্ত্রীকে নির্দেশ দেন যে তিনি যেন এই দুর্ঘটনার পরিপ্রেক্ষিতে যথাযথ ব্যবস্থা নেন।
প্রথমে উত্তর-পূর্ব সীমান্ত রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক গুনীত কাউর জানিয়েছেন- দোমোহানি ও নিউ ময়নাগুড়িতে বিকেল ৫টা নাগাদ দুর্ঘটনা ঘটে। আক্রান্ত প্রায় ১০টি কোচ। ৩ জন নিহত, ২০ জন আহত; ভারতীয় রেলের পক্ষ থেকে মৃতদের জন্য ৫ লক্ষ টাকা, গুরুতর আহতদের জন্য ১ লক্ষ টাকা, সামান্য আঘাতের জন্য ২৫,০০০ টাকা দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। উচ্চ-স্তরের তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।
উদ্ধার কাজে নেমেছে ন্যাশনাল ডিফেন্স রিলিফ ফোর্স-এর জওয়ানরা। এনডিআরএফ-এর ডিজি অতুল কারওয়াল জানান, পশ্চিমবঙ্গে বিকানের-গুয়াহাটি এক্সপ্রেসের লাইনচ্যুত হওয়ার দুর্ঘটনায় এখনও পর্যন্ত চারজনের মৃত্যু হয়েছে এবং আহত হয়েছে ৫০জন যাদের সকলকে হাসপাতালে পাঠানো হয়েছে। এনডিআরএফ-এর দু’টি দল দুর্ঘটনাস্থলে থেকে উদ্ধার ও ত্রাণ কাজে হাত লাগিয়েছে।
এর আগে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব ট্যুইট করে জানান- একটি দুর্ভাগ্যজনক দুর্ঘটনায়, গুয়াহাটি-বিকানের এক্সপ্রেসের ১২টি কোচ আজ সন্ধ্যায় নিউ ময়নাগুড়ির কাছে লাইনচ্যুত হয়েছে।এ বিষয়ে তিনি নিজে দ্রুত উদ্ধার অভিযানের জন্য ব্যক্তিগতভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন।মাননীয় প্রধানমন্ত্রীর সাথে কথা বলেছেন এবং উদ্ধার অভিযান সম্পর্কে অবহিত করেছেন।
বিকানের-গুয়াহাটি এক্সপ্রেস লাইনচ্যুত হওয়ার ঘটনায় আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা রেল মন্ত্রকের সাথে যোগাযোগ করেছে এবং ত্রাণ ও উদ্ধার অভিযানের জন্য পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন।
Published on: জানু ১৩, ২০২২ @ ২১:০৫