Published on: আগ ১৮, ২০১৮ @ ১৭:০৩
এসপিটি নিউজ ডেস্কঃ এখনও পাকিস্তানের সঙ্গে সম্পর্কের বরফ গলেনি। কিন্তু তার আগে কংগ্রেস নেতা তথা প্রাক্তন ক্রিকেটার নবোজ্যত সিং সিধু পাকিস্তানে পা রেখেই ইমরানের শপথগ্রহণে যেভাবে নিজেকে প্রকাশ করলেন তা নিয়ে দেশজুড়ে শুরু হয়ে গিয়েছে নয়া বিতর্ক। এক তিনি বসেছিলেন পাক অধিকৃত কাশ্মীরের প্রেসিডেন্ট মাসুদ খানের পাশে। আর শপথগ্রহণের পর দেখা গিয়েছে পাকিস্তানের আর্মি জেনারেল কমর জাবেদ বাজয়ার সঙ্গে গলা জড়িয়ে শুভেচ্ছা বিনিময় করতে। এএনআই এই ভিডিও প্রকাশ করে জানিয়েছে- সিধু এক নয়া বিতর্ক তৈরি করে দিল।যা নিয়ে ইতিমধ্যে দেশে কংগ্রেসের মধ্যে অস্বস্তি দেখা দিয়েছে।
কেন একে নয়া বিতর্ক বলা হচ্ছে? কারণ, আজ যখন ইমরান খান পাকিস্তানের ২২তম প্রধানমন্ত্রী হিসেবে শপথগ্রহণ করছিলেন ঠিক তার আগেই পাকিস্তানি সেনারা লাইন অব কন্ট্রোলে গুলি ছুঁড়তে শুরু করে। আর এরপর সিধুর এভাবে পাকিস্তানের সেই মানুষগুলির সঙ্গে এমন ধরনের গলাগলি অন্য মাত্রা পেয়ে গিয়েছে।
এভাবে ভারতের একজন জাতীয় প্রাক্তন ক্রিকেটার যাকে আমাদের দেশে সেনা-জওয়ানরা পছন্দ করেন সেই সিধুকে এভাবে পাকিস্তানে গিয়ে মুখে হাসি নিয়ে পাক অধিকৃত কাশ্মীরের প্রেসিডেন্টের পাশে বসে থাকা তারপর সেদেশের সেনা প্রধানের সঙ্গে কোলাকুলি করাটা ভারতের অনেকেই ঠিকভাবে নেয়নি। অনেকেই প্রশ্ন তুলছেন, সিধুর শপথ অনুষ্ঠানে যাওয়াটা আপত্তিকর কিছু নয়, কিন্তু তাই বলে সেদেশের সেনা প্রধানের গলায় মিলতে হবে? যার নেতৃত্বে প্রতিদিন ভারতের একাধিক সেনা-জওয়ান থেকে শুরু করে নিরীহ ভারতীয় মারা যাচ্ছে!
সিধুর এই ভূমিকা সম্পর্কে জম্মু-কাশ্মীরের কংগ্রেস নেতা গুলাম আহমেদ মীর সংবাদসংস্থাকে জানান-তিনি (সিধু) একজন দায়িত্ববান ব্যাক্তি ও মন্ত্রী। এই বিষয়ে জবাব একমাত্র তিনিই দিতে পারবেন। কিন্তু তাঁকে এর থেকে বাঁচতে হবে।
পাকিস্তান পৌঁছেই সিধু জানিয়েছিলেন,”ভারতের সদ্ভাবনা দূত হিসেবে ভালোবাসার বার্তা নিয়ে পাকিস্তানে এসেছি। আমি এখানে রাজনেতা হিসেবে নয়, তাঁর বন্ধু হিসেবে এসছি। আমি এখানে আমার বন্ধু (ইমরান)-এর খুশির সাক্ষী হতে এসেছি। হিন্দুস্তান বাঁচুক, পাকিস্তান বাঁচুক।”
Published on: আগ ১৮, ২০১৮ @ ১৭:০৩